২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। চলতি এই বিশ্বকাপের আসরই হবে মেসির শেষ বিশ্বকাপ। এরপরে আর কোন বিশ্বকাপে নীল সাদা জার্সিতে মেসির বাঁ পায়ের জাদু দেখবে না ফুটবল বিশ্ব। তাই এবারের বিশ্বকাপটা আর্জেন্টাইন সুপারস্টারের জন্য স্পেশালই বলা চলে। আর এই স্পেশাল ব্যক্তির জন্য স্পেশাল এক জোড়া বুট তৈরি করেছে অ্যাডিডাস। আর এই বুট পরেই বিশ্বকাপের মাঠ মাতাবেন খুদে জাদুকর।
মেসির জন্য স্পেশালভাবে বানানো এই বুটটির নাম ” দ্য অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল “। অন্য সব বুট থেকে আলাদা মেসির এই বুট। এতে রয়েছে সোনালী রংয়ের ছাপ। বুটটিতে রয়েছে মেসির নামও। আর বিশ্বের খুব কম ফুটবলাররাই আছে যারা নিজের নাম লেখা বুট পরে খেলার সুযোগ পান।মেসি তাদের মধ্যে অন্যতম একজন।
বিশ্বের অনেক ফুটবলারই এই ধরনের বুট ব্যবহার করলেও সেসব বুটের কোনটাতেই নেই এই সোনালি রং। বিশেষ এই তারকার বুটেই আছে এই বিশেষত্ব। আর বুটের একপাশে আছে অ্যাডিডাসের বিখ্যাত তিনটি কালো স্ট্রাইপ। অন্যপাশে দেখা মিলেছে সাদা ও নীল স্ট্রাইপ। আর্জেটিনার জাতীয় পতাকার নীল–সাদা রংয়ের জন্যই হয়তো দেওয়া হয়েছে এই স্ট্রাইপ। বুটের পেছেন দিকে খোদাই করা রয়েছে মেসির নাম এবং জার্সি নম্বর।
মেসির জন্য স্পেশাল এই বুট দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। আর এই বুট দেখে রীতিমতো চমকে গিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোশিয়েশনের ( এএফএ) সভাপতি ক্লাদিও তাপিয়া। তিনি মনে করছেন, এই বুটজোড়া মেসির ক্ষিপ্রতা আরও বাড়াবে।