BJ Sports – Cricket Prediction, Live Score

কাতার বিশ্বকাপে থাকছে কড়া নিরাপত্তা

কাতার বিশ্বকাপে থাকছে কড়া নিরাপত্তা

আর মাত্র কয়েকদিন পরেই ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। মাসব্যাপী এই আসরে দেশটিতে আসবে প্রায় ১.২ মিলিয়ন মানুষ। আর তাদের নিরাপত্তায় গোটা বিশ্বকাপে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আর নিরাপদ বিশ্বকাপ আয়োজনে কাতারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মোট ১৪টি দেশ।

বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ‘ওয়াতান’ নামের পাঁচ দিনব্যাপী একটি মহড়াও দিয়েছে নিরাপত্তা বাহিনীরা। যেখানে ৩২ হাজার সরকারি নিরাপত্তা কর্মীর পাশাপাশি অংশ নিয়েছে ১৭ হাজার বেসরকারি নিরাপত্তা কর্মী। এদিকে নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে কাতারে ৩ হাজার পুলিশ, ১০০ জন বিশেষ অপারেশন পুলিশ, ৫০ জন বোমা বিশেষজ্ঞ এবং ৪০টি স্নিফার কুকুর পাঠাবে তুরস্ক।

বিশ্বকাপের নিরাপত্তায় কাতারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য এবং পাকিস্তান। ইতোমধ্যে নভেম্বরের শুরুতে দোহায় পৌঁছে গেছে পাকিস্তানি সেনারা। টুর্নামেন্ট চলাকালে কাতারে তাদের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মোতায়েন করবে দেশটি। বিশ্বকাপে প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও পাচ্ছে কাতার।

এছাড়া বিশ্বকাপ দেখতে কাতারে আসা ফরাসি নাগরিকদের নিরাপত্তার জন্য ২২০ জন্য সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। বিশ্বকাপের ৮টি স্টেডিয়ামের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার। কাতারের রাস্তায় রাস্তায় বেড়েছে নিরাপত্তা সংক্রান্ত তৎপরতাও।

Exit mobile version