Skip to main content

News BN

কাতার বিশ্বকাপে অনিশ্চিৎ সন

কাতার বিশ্বকাপে অনিশ্চিৎ সন

কাতার বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই যেন দীর্ঘ হচ্ছে চোটাক্রান্ত খেলোয়াড়ের তালিকা। ফুটবল বিশ্বের অন্যতম পরাক্রমশালী দলগুলোর মধ্যেও আছে একাধিক চোটের খবর। যে কারণে বিশ্বকাপের আগে চরম দুশ্চিন্তায় পড়েছে দলগুলো। এবার চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন সন হিউন-মিন।

দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড চোট পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার সময়। সম্প্রতি ফরাসি ক্লাব মার্শেইয়ের মুখোমুখি হয় সনের টটেনহাম। সেই ম্যাচেই বাঁ চোখে আঘাত পান তিনি। জানা গেছে, আঘাতপ্রাপ্ত চোখে অস্ত্রোপচার করতে হবে তার। এরপর কখন সুস্থ হয়ে মাঠে ফিরবেন, সে বিষয়ে কিছু জানায়নি তার ক্লাব কর্তৃপক্ষ।

তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠবেন সন। কিন্তু এরমধ্যে ক্লাবের হয়ে বেশকিছু ম্যাচ মিস করবেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে দুর্ভাগ্যবশত যদি বিশ্বকাপের জন্যও তিনি ফিট না হন, তবে বড়সড় এক ধাক্কা খাবে দক্ষিণ কোরিয়া। কারণ, বাছাইপর্বেও আলো ছড়ানো এই ফুটবলার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এশিয়ান বাছাই পর্বে করেছিলেন ১৩ ম্যাচে ৭ গোল।

 ২০ নভেম্বর থেকে মরুর বুকে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ । যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর নিজেদের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ পর্তুগাল এবং ঘানা। এখান থেকেই অনুমেয়, গ্রুপ পর্বের বাঁধা পেরোনোটা সহজ হবে না, এশিয়া জায়ান্টদের জন্য।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...