কাতার বনাম সেনেগাল ম্যাচের বিবরণ
ম্যাচ: কাতার বনাম সেনেগাল, ১৮ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ
তারিখ: ২৫ নভেম্বর ২০২২
সময়: রাত ৭.০০ (GMT+৬), ৬.৩০ (GMT+৫.৫)
ভেন্যুঃ আল থুমামা স্টেডিয়াম, কাতার
কাতার বনাম সেনেগাল প্রিভিউ
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে জনপ্রিয় বিশ্বকাপ ফুটবলে এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কাতার ও সেনেগাল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার ইকুয়েডের সঙ্গে পরাজিত হয়েছে অপরদিকে সেনেগাল শক্তিশালী নেদারল্যান্ডের বিপক্ষে ২–০ গোলে পরাজিত হয়। প্রথম ম্যাচে বিপর্যয় সামলে উভয় দল চাইবে ঘুরে দাঁড়াতে।
উল্লেখ্য কাতার টুর্নামেন্টের আয়োজক হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। তুলনামূলক শক্তিশালী দল সেনেগাল। প্রথম ম্যাচে কাতারের অসহায় আত্মসমর্পণের বিপরীতে শক্তিশালী নেদারল্যান্ডের বিপক্ষে বুক চিতিয়ে লড়েছে সেনেগাল। তাই এই ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামবে সেনেগাল।
ফিফা র্যাঙ্কিংয়ে কাতারের অবস্থান ৫০ তম অন্যদিকে সেনেগালের অবস্থান ১৮। । ম্যাচটি নিঃসন্দেহে কাতারের জন্য কঠিন পরীক্ষা হবে।
কাতার বনাম সেনেগাল ম্যাচের মূল পয়েন্ট
আয়োজক দেশ কাতার প্রথম ম্যাচে সমর্থকদের হতাশ করেছে। বিগত ১২ বছর যাবত সানচেজের নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল তারা। বিশ্বকাপের পূর্বে মহাদেশীয় লড়াইয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখিয়ে সমর্থকদের মধ্যে আশার সঞ্চয় করেছিল। কিন্তু প্রথম ম্যাচে তারা সেই প্রতিভার স্বাক্ষর রাখতে ব্যর্থ হয়। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাদের সেই স্বপ্নযাত্রা সারথী হবে আলময়েজ আলী।
অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডের বিপক্ষে পরাজিত হলেও সেনেগালের লড়াই করার সামর্থ্য সবার নজর কেড়েছে। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত তারা অরেঞ্জ দের ঠেকিয়ে রাখতে সমর্থ হয়েছিল। উপরন্তু এই সময় তারা নেদারল্যান্ডের গোলে বারবার আক্রমণ চালায়।
তাই বলা চলে তুলনামূলক দুর্বল কাতারের বিপক্ষে সহজ জয় তুলে নিতে প্রস্তুত সেনেগাল। দলের মূল তারকা ইসমাইলা স্যার বাকিদের সমর্থন পেলে দলকে ডু– অর–ডাই ম্যাচে জয় এন দেবেন বলে ধারণা করা যায়।
কাতার বনাম সেনেগাল হেড টু হেড
এই ম্যাচটি হতে চলেছে দুই দলের প্রথম সাক্ষাৎ।
কাতার বনাম সেনেগাল টিমের খবর
প্রথম ম্যাচের শেষে ইনজুরির মুক্ত কাতার দ্বিতীয় ম্যাচে তাদের পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামবে।অপরদিকে প্রথম ম্যাচের ইনজুরিয়া আক্রান্ত আবদু দিয়ালো এবং চেইখৌ কৈয়াতে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়তে পারেন। তাদের স্থলে দেখা যেতে পারে পেপ গুয়ে এবং ইসমাইল জ্যাকবসকে।
কাতার বনাম সেনেগাল স্কোয়াড
কাতার স্কোয়াড
গোলরক্ষক: সাদ আলসাহেব, ইউসুফ হাসান, মেশাল বর্ষাম
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মোহাম্মদ ওয়াদ, তারেক সালমান, মুসাব খিদির, হোমাম আহমেদ, বাসাম হিশাম, বাউলেম খাউখি, ইসমাইল মোহাম্মদ
মিডফিল্ডার: আবদেলকারিম হাসান, আব্দুল আজিজ হাতেম, আলী আসাদল্লা, হাসান আলহাইদোস, করিম বৌদিয়াফ, সালেম আল হাজরি, আসিম মাদিবো, নায়েফ আব্দুলরহীম, জাসেম গাবের, মোস্তফা তারেক
ফরোয়ার্ড: আহমেদ আলাউদ্দিন, মোহাম্মদ মুনতারি, আকরাম আফিফ, খালিদ মুনির, আলমোয়েজ আলী
সেনেগাল স্কোয়াড
গোলরক্ষক: সেনি দিয়েং, এডোয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমিস
ডিফেন্ডার: ফরমোস মেন্ডি, কালিদৌ কৌলিবালি, পাপে আবু সিসে, চেইখৌ কাউয়েতে, মুসা এনদিয়ায়ে, ফোদে ব্যালো, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, আবদু দিয়ালো, মুস্তাফা নাম
মিডফিল্ডার: ইদ্রিসা গানা গুয়ে, নামপালিস মেন্ডি, পাথে সিস, ক্রেপিন দিয়াত্তা, পেপ সার, মামাদু এনদিয়ায়ে, পাপে গুয়ে
ফরোয়ার্ড: নিকোলাস জ্যাকসন, বোলায়ে দিয়া, ইলিমান এনদিয়ায়ে, ইসমাইলা সার, ফামারা দিদিউ, চেখ ডিয়েং
কাতার বনাম সেনেগাল প্রেডিকশন
স্কোরকার্ড: কাতার ২–০ সেনেগাল
পরিসংখ্যান এবং দলের শক্তি বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে সেনেগাল। অন্যদিকে কাতার চেষ্টা করবে সমর্থকদের হতাশা ঘোচাতে। তবে নিঃসন্দেহে এটি কাতারের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে।