লিওনেল মেসির ক্যারিয়ারে এখন পড়ন্ত বিকেল। সূর্যটা অস্ত যায় যায়। ইতোমধ্যে জীবনের ৩৫টি বসন্ত পার করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। ঝলমলে ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন মেসি। তবে অধরা থেকে গেছে স্বপ্নের বিশ্বকাপ শিরোপাটি। সেই আক্ষেপ কাতারেই ঘুচাতে চান তিনি।
এদিকে অনেকের ধারণা, কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির জন্য শেষ সুযোগ। কারণ, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাতকারে ইতিহাসের সর্বাধিকবার ব্যালন ডি‘অর বিজয়ী ফুটবলারও ইঙ্গিত দিলেন, কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। তবে এবার তার সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজ জানালেন ভিন্ন কথা।
কাতার বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ হবে ব্যাপারটা যেন মানতেই পারছেন না তার আর্জেন্টাইন সতীর্থ। তাই তো মার্টিনেজ সাফ জানিয়ে দিলেন, প্রয়োজনে দলের সেরা খেলোয়াড়ের জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। মার্টিনেজ বলেন, ” এই বিশ্বকাপ মেসির শেষ হয় কি করে? সে পাগলামি করছে। আমরা তাকে যেতে দেব না। প্রয়োজনে তার জন্য যুদ্ধে যাবো। “
মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মার্টিনেজ। একইসাথে তার প্রশংসাও করেছেন এই আর্জেন্টাইন। এদিকে ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। যেখানে বরাবরই ফেভারিটের তালিকায় আছে মেসির আর্জেন্টিনা। তবে শিরোপা জয়ের কাজটা যে কঠিন হবে, তা ভালো করেই জানেন আলভিসেলেস্তারা।