Skip to main content

News BN

কাতারেই মেসির শেষ বিশ্বকাপ নয় : মার্টিনেজ

কাতারেই মেসির শেষ বিশ্বকাপ নয় : মার্টিনেজ

লিওনেল মেসির ক্যারিয়ারে এখন পড়ন্ত বিকেল। সূর্যটা অস্ত যায় যায়। ইতোমধ্যে জীবনের ৩৫টি বসন্ত পার করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। ঝলমলে ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন মেসি। তবে অধরা থেকে গেছে স্বপ্নের বিশ্বকাপ শিরোপাটি। সেই আক্ষেপ কাতারেই ঘুচাতে চান তিনি।

এদিকে অনেকের ধারণা, কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির জন্য শেষ সুযোগ। কারণ, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সম্প্রতি এক সাক্ষাতকারে ইতিহাসের সর্বাধিকবার ব্যালন ডিঅর বিজয়ী ফুটবলারও ইঙ্গিত দিলেন, কাতার বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ। তবে এবার তার সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজ জানালেন ভিন্ন কথা।

কাতার বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ হবে ব্যাপারটা যেন মানতেই পারছেন না তার আর্জেন্টাইন সতীর্থ। তাই তো মার্টিনেজ সাফ জানিয়ে দিলেন, প্রয়োজনে দলের সেরা খেলোয়াড়ের জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। মার্টিনেজ বলেন, ” এই বিশ্বকাপ মেসির শেষ হয় কি করে? সে পাগলামি করছে। আমরা তাকে যেতে দেব না। প্রয়োজনে তার জন্য যুদ্ধে যাবো।

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মার্টিনেজ। একইসাথে তার প্রশংসাও করেছেন এই আর্জেন্টাইন। এদিকে ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। যেখানে বরাবরই ফেভারিটের তালিকায় আছে মেসির আর্জেন্টিনা। তবে শিরোপা জয়ের কাজটা যে কঠিন হবে, তা ভালো করেই জানেন আলভিসেলেস্তারা।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...