BJ Sports – Cricket Prediction, Live Score

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । ওয়েলস বনাম ইরান: ১৭ তম ম্যাচ

Qatar 2022 FIFA World Cup Free Tips । Wales vs Iran: 17th match

ওয়েলস বনাম ইরান ম্যাচের বিবরণ

ম্যাচ: ওয়েলস বনাম ইরান, ১৭ তম ম্যাচ। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ২৫ নভেম্বর ২০২২

সময়: ৪.০০ পিএম (GMT+৬), ৩.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ আহমদ বিন আলী স্টেডিয়াম, কাতার


ওয়েলস বনাম ইরান প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবলে বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ওয়েলস ইরান।তাদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে গোলে ড্র করে। অপরদিকে তুলনামূলক শক্তিশালী দল ইংল্যান্ডের বিপক্ষে ইরান গোলে বিধ্বস্ত হয়।প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ড্র এবং ইংল্যান্ডের সাথে ইরানের বিধ্বস্ত হওয়া নিঃসন্দেহে ম্যাচে ওয়েলসের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ম্যাচ থেকে তারা জয় ছিনিয়ে নিতে চাইবে।

অপরদিকে মিডল লিস্টের সৌদি আরব শক্তিশালী আর্জেন্টিনাকে পরাজিত করেছে। কিন্তু কাতার এবং ইরান সেই তুলনায় নিজেদের পরাক্রম দেখাতে ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে। এই ম্যাচে পরাজয় ইরানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে। তাই নিশ্চিতভাবে তারা ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে।

উল্লেখ্য বিশ্বকাপের টিকিট প্রার্থীর ক্ষেত্রে ওয়েলস কে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। সেখানে প্লেঅফে ইউক্রেনকে হারিয়ে মুল পর্বে জায়গা করে নেয় ওয়েলস। তবে মূল পর্বে জায়গা পেয়ে তারা নিজেদের সেরাটা দেখিয়েছে প্রথম ম্যাচে।

অপরদিকে বাছাই পর্বে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে পরাক্রম দেখিয়েছিল ইরান। যেখানে দশ ম্যাচে আট জয়ের বিপরীতে এক হার এবং এক ড্র ছিল তাদের। সুতরাং বলা যেতে পারে বাছাই পর্বে ওয়েলস ইরানের তুলনায় কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল কিন্তু মূল পর্বে তারা সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছে।ফিফা র‌্যাঙ্কিংয়ে ওয়েলস ১৯ তম দল ইরানের অবস্থান ২০তম। ম্যাচটি নিঃসন্দেহে ইরানর জন্য কঠিন পরীক্ষা হবে।


ওয়েলস বনাম ইরান ম্যাচের মূল পয়েন্ট

বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই ওয়েলস ছিল গ্যারেথ বেল নির্ভর দল। প্রথম ম্যাচেও একই চিত্র দেখা গেছে। তবে দ্বিতীয় ভাগে মোরে এবং আম্পাডু ম্যাচের গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তাই নিঃসন্দেহে আজকের ম্যাচেও এই তিনজনের উপরই স্পটলাইটের আলো থাকবে। তবে ওয়েলসের  সবচেয়ে বড় তারকার নাম গ্যারেথ বেল যার উপর নির্ভর করে ওয়েলস বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে।

অপরদিকে ইরান শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিকে দুটি গোল তুলে নেয়। বড় দলের বিপক্ষে পাওয়া এই দুই গোল তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ওয়েলস এর বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই তাদের। দলের সবচেয়ে বড় তারকা মেহেদী তারেমীর উপর ভর করে এই ডুঅরডাই ম্যাচে এগিয়ে যেতে চাইবে তারা। ক্লাব ফুটবলে ফর্ম ধরে রেখে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল তুলে নিয়েছেন তিনি।


ওয়েলস বনাম ইরান হেড টু হেড

দুই দলের এখন পর্যন্ত একবারে দেখায় ওয়েলস গোলের জয় তুলে নিয়েছিল।


 ওয়েলস বনাম ইরান টিমের খবর

 ইনজুরিতে ভোগা জো এলেন অনুশীলনায় ফিরেছেন। ম্যাচে তাকে দেখা যেতে পারে।

অপরদিকে হ্যারি উইলসন এবং ইথান আমপাডু এর ইনজুরি সমস্যা থাকায় তারা ম্যাচে নাও খেলতে পারেন এবং আলিজেরা এর বদলে হিসাবে হোসেন কে দেখা যেতে পারে।


ওয়েলস বনাম ইরান স্কোয়াড

ওয়েলস স্কোয়াড

গোলরক্ষক: ওয়েন হেনেসি, অ্যাডাম ডেভিস, ড্যানি ওয়ার্ড।

ডিফেন্ডার: বেন ডেভিস, টম লকিয়ার, বেন কাবাঙ্গো, জো রোডন, ইথান আমপাদু, ক্রিস গুন্টার, নেকো উইলিয়ামস, কনর রবার্টস, ক্রিস মেফাম, মোহাম্মদ কানানী, আবুলফজল জালালী 

মিডফিল্ডার: সোর্বা থমাস, ম্যাট স্মিথ, ডিলান লেভিট, হ্যারি উইলসন, জো অ্যালেন, জো মরেল, অ্যারন রামসে, রুবিন কলউইল, জনি উইলিয়ামস।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল, কিফার মুর, ব্রেনান জনসন, ড্যান জেমস, মার্ক হ্যারিস।

 ইরান স্কোয়াড

গোলরক্ষক: আলী বেইরানভান্দ, পায়াম নিয়াজমান্দ, আমির আবেদজাদেহ, হোসেন হোসেইনি

ডিফেন্ডার: সাদেগ মোহাররামি, এহসান হাজি সাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মোহাম্মদ কানানি, রুজবেহ চেশমি, মজিদ হোসেইনি, রামিন রেজাইয়ান, আবুলফজল জালালী।

মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি, আলিরেজা জাহানবখশ, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, মাহদি তোরাবি, আলী ঘোলিজাদেহ, লি করিমি, আহমদ নূরুল্লাহি

ফরোয়ার্ড: মেহেদি তারেমি, করিম আনসারিফার্ড, সরদার আজমাউন 


ওয়েলস বনাম ইরান প্রেডিকশন

স্কোরকার্ড: ওয়েলস ইরান

প্রথম ম্যাচের ফরম বিবেচনায় নিঃসন্দেহে ওয়েলস এগিয়ে থাকবে। তবে ইরান দুর্বল দল নয়। তাদের দিনে তারা সমীকরণ পরিবর্তন করতে পারে।

Exit mobile version