Skip to main content

News BN

ঈশ্বর এবার লিওর হাতে বিশ্বকাপ তুলে দিবে :  মেসির মা

God will hand over the World Cup to Leo: Messi's mother

ফুটবলের সব বড় বড় অর্জন তার ঝুলিতে। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ট্রফি। কিন্তু বিশ্বকাপটা  অধরাই রয়ে গেছে তার। আর এর জন্য কম কথা শুনতে হয়নি সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে। দেশের জন্য উজাড় করে দিয়েছেন সব। কিন্তু সহায় হয়নি ভাগ্য। তাই এবার মেসির মা  ও চান ঈশ্বর মেসির সহায় হোক। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাত ধরেই আসুক অধরা সেই বিশ্বকাপ। ঈশ্বর মেসির প্রতি বারবার নির্দয় হবেননা বলেও বিশ্বাস মেসির মা সেলিয়া মারিয়া কুকসিতিনির।

বিশ্বকাপ জিততে না পারায় মেসিকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। অনেকে ট্রল ও করেন এই ফুটবল সুপারস্টারকে। সেই সব কথা  মেসির মায়ের কানেও যায়। 

ছেলের ট্রফি জিততে না পারার কষ্ট মাকেও ছুয়ে যায়। মেসির মা মনে করেন  আড়ালে থেকে ছেলের করা যুদ্ধটা কেউ দেখেনা। কেউ দেখেনা তার পরিশ্রম, একটা ম্যাচের জন্য তার নিংড়ে দেওয়া পারফরম্যান্স। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষুদে জাদুকরের মায়ের চাপা কান্নাই যেন ফুটে উঠেছে। সাক্ষাৎকারে  তিনি বলেন, ” লিওর কষ্টের কথা, ভাষায় প্রকাশ করা যায় না।  একটা ম্যাচ জিততে, নিজের পারফরম্যান্সকে আরও ধারালো করতে ও  কিভাবে নিংড়ে দিয়েছে, এটা বলতে গেলে আমাকে  সাহিত্যিক হতে হবে “। তবে মেসির মায়ের বিশ্বাস, ঈশ্বর এতটাও নিষ্ঠুর হতে পারেন না। এবার অন্তত লিও সেরা হবে। তার বিশ্বাস এবার অন্তত ঈশ্বর লিওকে ন্যায়বিচার দেবেন।সাক্ষাৎকারে তিনি আরো বলেন ” ঈশ্বর এবার লিওর হাতে বিশ্বকাপ তুলে দেবে “। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে যায় মেসিরা। কিন্তু মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নেয় তারা। মা সেলিয়া বিশ্বাস করেন, মেক্সিকোর বিপক্ষে ওই জয়টাই মেসিদের টার্নিং পয়েন্ট। তিনি বলেন, এমন টাফ ফার্স্ট হাফের পর যে খেলাটা সেদিন তার ছেলেরা খেলল, ওটাই মোমেন্টাম বদলে দিয়েছে বিশ্বকাপে।

শেষ ম্যাচে পোলান্ডকে হারিয়ে,  গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মেসিবাহিনী পৌঁছে গেছে নকআউট পর্বে। মায়ের বিশ্বাস, শেষটাও হবে এভাবেই। মায়ের সঙ্গে কোটি কোটি ভক্তের  বিশ্বাস মেসির হাতে এবার ট্রফি উঠবে। পোল্যান্ডের বিপক্ষে তাদের বিধ্বংসীরূপ সবাই দেখেছে। ভক্তদের বিশ্বাস মেসির হাত ধরেই এবার তার দেশে বিশ্বকাপের ট্রফি যাবে। পূরণ হবে মায়ের স্বপ্ন, পূরণ হবে কোটি ভক্তের স্বপ্ন।

 

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...