Skip to main content

News BN

আসন্ন বিশ্বকাপের ফাইনালিস্ট বেছে নিল গুগল

আসন্ন বিশ্বকাপের ফাইনালিস্ট বেছে নিল গুগল

কাতার বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে বেশ কয়েকদিন। কিন্তু তার আগেই বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল বেছে নিল গুগল। এবারের ফুটবল বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলফ্রান্স। শুধু তাই নয় গুগলে বিশ্বকাপের সূচিতে দেখা যায়, লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মাঠে নামবে এই দুই দল।

যদিও গুগল কয়েক ঘন্টার মধ্যে নিজেদের ভুল সংশোধন করে নিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে গুগলের এমন বিভ্রান্তিকর তথ্যে তোলপাড় শুরু হয় গোটা নেট দুনিয়ায়। নিজেদের ভুল সংশোধন করে নিলেও ঠিক কি কারণে এমন ভুল হয়েছে তা জানা যায়নি।

তবে অপটা স্পোর্টসের তৈরি গ্লোবাল র‍্যাংকিং মডেলেও গুগলে দেখানো এই দুই ফাইনালিস্ট দেশকে শীর্ষে দেখা যায়। দলের সাম্প্রতিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি এই গ্লোবাল র‍্যাংকিং মডেল অপটা স্পোর্টস ডাটা নামেও পরিচিত। তাছাড়া, দ্য অ্যানালিস্টের বিশ্লেষণও বলছে একই কথা। তবে এটা তখনই সম্ভব হবে যদি দুই দলই গ্রুপ পর্ব পার হতে পারে। 

উল্লেখ্য, বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তাই বিশ্বকাপের ফাইনালে নিজেদের স্থান ধরে রাখতে মরিয়া থাকবে তারা। অন্যদিকে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনালে খেলার সম্ভাবনার দিক থেকে এগিয়ে আছে তারাও।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...