Skip to main content

Prediction BN

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনাল

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনাল

আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের বিবরণ

ম্যাচ: আর্জেন্টিনা বনাম ফ্রান্স, ফাইনাল । কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ

তারিখ: ১৮ ডিসেম্বর ২০২২

সময়: ৯.০০ পিএম (GMT+৬), ৮.৩০ পিএম (GMT+৫.৫)

ভেন্যুঃ লুসাইল স্টেডিয়াম, কাতার


আর্জেন্টিনা বনাম ফ্রান্স প্রিভিউ

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামবে। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে মাঠে নামছে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে থাকবে দিদিয়ের দেশমের দল। অপরদিকে ১৯৮৬ বিশ্বকাপের পর ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে নিজেদের তৃতীয় শিরোপা অর্জনে সচেষ্ট হবে স্কোলানীর আর্জেন্টিনা। 

ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ শিরোপা উৎসবের মাতে ল্যাটিন আমেরিকার দল আর্জেন্টিনা‌। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সামনে দ্বিতীয়বারের মতো সুযোগ এসেছে আর্জেন্টিনাকে নিজেদের তৃতীয় শিরোপা উপহার দেওয়ার। এর আগে ২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও শেষে স্বপ্নভঙ্গ হয়। ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়ে রানার্স আপ সন্তুষ্ট থাকতে হয় ক্ষুদে জাদুকরকে। তার সামনের সুযোগ এসেছে সেই আক্ষেপ ঘোচানোর। এবারের বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। শেষটা রঙিন করে তুলতে মরিয়া আধুনিক ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা।

১৯৬২ সালে ব্রাজিল পরপর দুই বিশ্বকাপে শিরোপা ঘরে তোলে। এরপর ৬০ বছর পেরিয়ে গেলেও কোন দল টানা দুইবার শিরোপা জয় করতে পারেনি। এবার ফ্রান্সের সামনে সেই সুবর্ণ সুযোগ। কিলিয়ান এমবাপ্পে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে টানা দ্বিতীয় শিরোপা জয়ে। শেষ হাসি হাসতে পারলে তিনি হয়ে উঠবেন মহানায়ক। ২০১৮ বিশ্বকাপের শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের তৃতীয় দল আর্জেন্টিনা চতুর্থ দল ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে ফুটবল মহাযুদ্ধের চূড়ান্ত ম্যাচে। ম্যাচটি নিঃসন্দেহে কঠিন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হতে চলেছে।


আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের মূল পয়েন্ট

বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচে দুর্বল সৌদি আরবের বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়ে তারা। সেখান থেকে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে যোগ্য দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল। সাতবারের ব্যালন ডিঅর জয়ী লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি ছাড়া খেলোয়াড়ি জীবনের সম্ভাব্য সব শিরোপা অর্জন করেছেন। এবার তার সামনে বিশ্বকাপ ট্রফি অর্জনের সুবর্ণ সুযোগ। তার এই স্বপ্নযাত্রায় তার যোগ্য সহচর আলভারেজ। এছাড়াও ওটামেন্ডি, রোমেরো, ডিপল এবং গোলরক্ষক মার্টিনেজ তাকে যোগ্য সহযোগিতা করে চলেছেন।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করে ফ্রান্স। এছাড়া ১৯৭৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ল্যাটিন আমেরিকার কোন দলের বিপক্ষে হারেনি তারা।

টুর্নামেন্টের শুরু থেকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে যোগ্য নেতৃত্ব দিয়ে চলেছেন। তার সঙ্গে আছেন আরো এক ঝাঁক তারকা। এমবাপ্পের সঙ্গে একই সঙ্গে স্পটলাইটের আলোয় থাকবেন ভারানে, রাবিতো, কোমান। তারা একসঙ্গে জ্বলে উঠলে ৬০ বছর পর নতুন ইতিহাস রচনা হতে পারে। ইটালি এবং ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জয়ের গল্প লিখতে পারে এমবাপ্পের ফ্রান্স।


আর্জেন্টিনা বনাম ফ্রান্স হেড টু হেড

আর্জেন্টিনা এবং ফ্রান্স এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনার জয় ছয়টি ম্যাচে এবং ফ্রান্সের তিনটিতে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়। দুই দল সর্বশেষ বার মুখোমুখি হয় ২০১৮ সালের বিশ্বকাপে যেখানে জয় তুলে নেয় ফ্রান্স।


আর্জেন্টিনা বনাম ফ্রান্স টিমের খবর

আর্জেন্টাইন তারকা এঞ্জেল ডি মারিয়াকে এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে। 

সাসপেনশন কাটিয়ে ফিরছেন ফুল-ব্যাক গঞ্জালো মন্টিয়েল এবং মার্কোস অ্যাকুনা। 

রাবিওট ফ্লু এর সংক্রমণ কাটিয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ফ্রান্স দলে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। 


আর্জেন্টিনা বনাম ফ্রান্স স্কোয়াড

আর্জেন্টিনা স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনাল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমোরুলি, দামিয়ান মার্টিনেজ

ডিফেন্ডার: জুয়ানফয়েথ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রোমার্টিনেজ, নাহুয়েলমোলিনা, গঞ্জালোমন্টিয়েল, জার্মান পেজেলা

মিডফিল্ডার: লিয়েন্দ্রোপারেডেস, এক্সকুইয়েল প্যালাসিওস, থিয়াগো আলমদা, আলেজান্দ্রোগোমেজ, রদ্রিগেজগুইডো, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগোডেপল, মার্কোস আকুনা

ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া

 ফ্রান্স স্কোয়াড

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ ফ্রি টিপস । আর্জেন্টিনা বনাম ফ্রান্স: ফাইনাল

গোলরক্ষক: আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম), হুগো লরিস (টটেনহ্যাম), স্টিভ মান্দান্ডা (রেনেস)

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও হার্নান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (প্যারিস সেন্ট জার্মেই), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলেস কাউন্ডে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল) , ডেওট উপমেনকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাত্তেও গুয়েনডোজি (মার্সেই), অ্যাড্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলিয়ান চৌমেনি (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (মার্সেই)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংলসে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান ডেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ের গিরুদ (এসি মিলান), আন্তোইন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কাইলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ট জার্মেই), রান্ডাল কোলো মুয়ানি ( ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), মার্কাস থুরাম, (বরুশিয়া মনচেংগ্লাডবাখ)


আর্জেন্টিনা বনাম ফ্রান্স প্রেডিকশন

স্কোরকার্ড: আর্জেন্টিনা ২ – ১ ফ্রান্স

উভয় দল শিরোপার দাবিদার এবং এবারের বিশ্বকাপে অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে ফাইনালে এসেছে। তবে ল্যাটিন ছন্দের ঝড় তুলে আর্জেন্টিনার জয় এর সম্ভাবনাই বেশি।

আরো FIFA World Cup BN

বিশ্বকাপ জয়ী মেসিকে বিশেষ সম্মাননা দিতে চায় ব্রাজিল

ফুটবলে গত দুই দশক দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। পেশাদার পর্যায়ে সম্ভাব্য সবকিছু জয় করে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কিন্তু এতদিন অধরা ছিল একটি বিশ্বকাপ। সেই বিশ্বকাপটাও পেয়ে গেলেন কাতারে, ক্যারিয়ারের...

বিশ্বকাপ জয়ের অনুভূতি জানালেন মেসি

গেল ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল, আর্জেন্টিনা। সোনালী ট্রফি হাতে পাওয়ার পর থেকে আর্জেন্টাইনদের উদযাপন...

বিশ্বকাপ জিতে এবার সুপার ব্যালন ডি’অর পাচ্ছেন মেসি

লিওনেল মেসির জন্য কাতার বিশ্বকাপটা কেটেছে স্বপ্নের মতো। গোটা টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে বিশ্বকাপ শিরোপাটাও এনে দিয়েছেন নিজের দেশকে। আসরের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগতভাবে...

কাতার বিশ্বকাপে মেসিকে পড়িয়ে দেওয়া বিশতের দাম কত?

বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী ফাইনালে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতেই শিরোপা তুলে দেন ফিফা সভাপতি কিংবা আয়োজক দেশের সরকার প্রধান। কাতারেও হয়েছে একই ঘটনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করা আর্জেন্টাইন অধিনায়ক...