BJ Sports – Cricket Prediction, Live Score

৩রা মার্চ থেকে আইপিএলের জন্য প্রশিক্ষণ শিবির শুরু করছে চেন্নাই সুপার কিংস

 ৩রা মার্চ থেকে আইপিএলের জন্য প্রশিক্ষণ শিবির শুরু করছে চেন্নাই সুপার কিংস

#image_title

Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

চারবারের আইপিএল বিজেতা চেন্নাই সুপার কিংস শুক্রবার থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের প্রশিক্ষণ শিবির চালু করতে চলেছে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক শুক্রবার সেখানে পৌঁছবেন। ওনার সাথে ভারতীয় দলের কয়েকজন সদস্যও শিবিরে যোগদান করবেন।

২রা মার্চ বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন, “সিএসকে আগামীকাল থেকে তাদের প্রশিক্ষণ শুরু করবে। ধোনিও আগামীকাল সেখানে পৌঁছবেন।ভারতীয় দলের সদস্যরাও সেই শিবিরে অংশ নেবেন।

আম্বাতি রায়ডু এবং অজিঙ্কা রাহানেও এই শিবিরে উপস্থিত থাকবেন। আইপিএল ২০২৩-এর নিলামে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবং নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনকে চেন্নাই সুপার কিংস দলে যোগ করেছিল। তবে চেন্নাই সুপার কিংসের সামনে এখন একটি সমস্যা এসে দাঁড়িয়েছে। কারণ কাইল জেমিসন পিঠের চোটজনিত সমস্যায় ভুগছেন। তাই এইবারের আইপিএলে তাকে হলুদ জার্সি গায়ে দেখা যাবে না। সিএসকের তরফে জানা গেছে যে কাইল জেমিসনের পরিবর্তে দলে কাকে নিয়ে আসা হবে সেই বিষয়ে ধোনির কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।

৩১শে মার্চ গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৩-এর যাত্রা

গতবারের আইপিএল বিজেতা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩১শে মার্চ আহমেদাবাদে প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। বিসিসিআই দ্বারা প্রকাশিত সূচি অনুযায়ী ৫২টি রাউন্ড-রবিন ম্যাচ খেলা হবে। গ্রুপ এ-তে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

চেন্নাই সুপার কিংসের দল এবারে কাপ জেতার অন্যতম দাবিদার। ২০২১ সালে শেষবার কাপ জিতেছিল তারা। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব অবশ্যই একটা বড়ো পাওনা চেন্নাই সুপার কিংসের জন্য। তার পাশাপাশি রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মঈন আলি, আম্বাতি রায়ডুর মতো নাম করা খেলোয়াড়রা দলে রয়েছেন। বেন স্টোকস বাদে বাকিরা যদিও আগে থেকেই চেন্নাই সুপার কিংস দলে ছিলেন। তবে বেন স্টোকস দলে আসায় চেন্নাই সুপার কিংসকে গতবারের থেকে আরো বেশি শক্তিশালী দেখাচ্ছে। ইংল্যান্ডের অধিনায়ককে দলে পেয়ে এবারের আইপিএলে চেন্নাইয়ের যাত্রা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

The post ৩রা মার্চ থেকে আইপিএলের জন্য প্রশিক্ষণ শিবির শুরু করছে চেন্নাই সুপার কিংস appeared first on CricTracker Bengali.

Exit mobile version