Harmanpreet Kaur. ( Photo Source: Twitter/WPL )
জয়ের ধারা অব্যহত মুম্বই ইন্ডিয়ান্সের। সাইকা ঈশাকের দুরন্ত বোলিংয়ে জয়ের রাস্তাটা প্রশস্ত হয়েছিল। সেখানেই ঝোড়ো ইনিংস খেলেই ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে জয় এনে দিলেন হরমনপ্রীত কৌর। ইউপি ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গেই প্লেঅফের রাস্তাতেও বেশ কয়েকধান এগিয়ে গেল তারা। বল হাতে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সাইকা ঈশাক। ব্যাটিংয়ের সময় ক্রিজে ঝড় তুললেন হরমনপ্রীত কৌর। ৩৩বলে তাঁর ৫৯ রানের ইনিংসে ভর করেই ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
লিগ টেবিলের শীর্ষে থেকেই এদিন ইউপি ওয়ারিয়র্সের বি্রুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইউরিপ ওয়ারিয়র্সরা। এই ম্যাচ জিততে পারলেই তারা পয়েন্ট টেবিলে একধাপ ওপরে উঠতে পারতেন অ্যালিসা হিলিরা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। অ্যালিসা হিলি এবং টালিয়া ম্যাকগ্রা জোড়া অর্ধশতরান করলেও, মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে পারেনি তারা। ১৫৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ১৭.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
৩৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হরমনপ্রীত কৌর।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। শুরু থেকেই মুম্বইয়ের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য নিয়ে নেমেছিলেন তিনি। কিন্তু অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের সাইকা ঈশাকও ছিলেন দুরন্ত ফর্মে। দেবীকা বৈদ্যকে শুরতেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। যদিও অ্যালিসা হিলি এবং টালিয়া ম্যাকগ্রা একটা বড় পার্টনারশিপ গড়ার কাজই এদিন শুরু করেছিলেন। মুম্বই ইন্ডিয়া্ন্সের বোলারদের ওপর তারা যে ক্রমশই চাপ বাড়াতে শুরু করেছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
Harmanpreet Kaur in WPL:
– 65(30)
– 11*(8)
– 53*(33)
Captain, Leader, Legend – She is on a mission. pic.twitter.com/Pv6dOZ5u4m
— Johns. (@CricCrazyJohns) March 12, 2023
Four Wins in a row 💙
This team is unstoppable 💥
Harmanpreet Kaur became 1st ever MI Captain to win 1st 4 matches as Captain!#WomensIPL pic.twitter.com/jr8ADYidnY
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) March 12, 2023
Captain. Leader. Legend.
We are blessed to have Harmanpreet Kaur. pic.twitter.com/5MX0mdTi2I
— R A T N I S H (@LoyalSachinFan) March 12, 2023
Captain Harmanpreet Kaur – 53* in just 33 balls with 9 fours and a six.
Captain leading from the front! pic.twitter.com/PFMJOr2iIS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 12, 2023
🔵🏏 SKIPPER AT HER BEST! Harmanpreet Kaur has orchestrated the run chase well with her fine fifty.
👏 Well played, Harman!
📷 BCCI • #WPL #TATAWPL #WPL2023 #TeamIndia #BharatArmy pic.twitter.com/KPN3OUC4DN
— The Bharat Army (@thebharatarmy) March 12, 2023
4⃣th win in a row 💪@ImHarmanpreet @mipaltan @ImHarmanpreet pic.twitter.com/gPzyKZ5V8D
— JioCinema (@JioCinema) March 12, 2023
সেই সময়ইউ ফের হরমনপ্রীত কৌরের ত্রাতা সাইকা ঈশাক। অ্যালিসা হিলিকে ৫৮ রানেই থামিয়ে দেন তিনি। টালিয়া ম্যাকগ্রাকেও ৫০ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা বোলার। এই পার্টনারশিপ ভাঙার পরই ইউপি ওয়ারিয়র্সের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৫৯ রানের মধ্যেই থামতে হয় ইউপি ওয়ারিয়র্সকে। লড়াই করার মতো রান হলেও, মুম্বইয়ের সামনে যে এই রান খানিকটা হলেও সহজ ছিল তা বলার অপেক্ষা রাখে না।
বল হাতে ৩৩ রানে সেরা ৩ উইকেট তুলে নিয়ে কাজটা করে দিয়েছিলেন সাইকা ঈশাক। এদিন অবশ্য হ্যালি ম্যাথুজ রানের ঝড় তুলতে পারেননি। ইয়াস্তিকা ভাটিয়া ও ন্যাট স্কাইভারের পার্টনারসিপটা ভিতটা মজবুত করে দিয়েছিল। সেখান থেকেই ক্যাপ্টেন্স ইনিংস হরমনপ্রীত কৌরের। ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ঝোড়ো পারফর্ম্যান্স শুরু মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের। ৩৩ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সের অপরাজিয় তকমা অক্ষুন্ন রাখলেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৯টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি।