Suryakumar Yadav. (Photo Source: Twitter)
টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহর্তে ব্যাটেরদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই পারফরম্যান্স ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটে এখনও পর্যন্ত দেখাতে পারেননি তিনি। সম্প্রতি শুরু হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচেও নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব।সামনেই রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। কিন্তু সূর্যকুমার যাদবের এই পারফরম্যান্স দেখে খানিকটা হলেও আশঙ্কিত হয়ে পড়েছেন ওয়াসিম জাফর। প্রাক্তন এই ক্রিকেটারের মতে সূর্যকুমার যাদবের সামনে সুযোগ ক্রমশই কমে আসছে।
গতবছর শেষ হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্ প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। এছাড়াও ভারতীয় দলের হয়ে যেকোনও টি টোয়ন্টি প্রতিযোগিতাতেই তাঁর ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছে। কিন্তু সেই পারফরম্যান্স একদিনের ক্রিকেে সূর্যকুমার যাদবের ব্যাটে একেবারেই দেখা যায়নি। তাংরপ সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুই ম্যাচ যে সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই ওয়াসিম জাফরের।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র শূন্য রানেই ফিরেছেন সূর্যকুমার যাদব
ও.য়াংখেড়ে সূর্যকুমার যাদবের ঘরের মাঠ। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই কেলেন কতিনি। সেখানে তাঁর ব্যাট থেকে বড় রানের প্রত্যাশাতেই ছিলেন সকলে। কিন্তু শেষরক্ষা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি সূর্যকুমার যাদব। সূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। সেই পরিস্থিতি দেখার পর থেকেই সূর্যকুমার যাদবকে নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছেন ওয়াসিম জাফর। তাঁর মতে সূর্যকুমারের সামনে ক্রমই সময় কমে আসছে।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “এই সিরিজে সূর্যকুমার যাদব যদি ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে না পারেন, তবে বিশ্বকাপের দলে তাঁর সুযোগ নাও হতে পারে। এর পরে যে তিনি প্রচুর ম্যা্চ খেলার সুযোগ পাবেন তা কিন্তু একেবারেই বলা চলে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচই এখন সূর্যকুমার যাদবের কাছে সবচেয়ে গুরু্ত্বপূর্ণ হতে চলেছে”।
শ্রেস আইয়ারের পরিবর্তেই ভারতীয় দলে সুযোগ হয়েছে সূর্যকুমার যাদবের। কিন্তু সেই সুযোগ এখনও পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থই হয়েছেন এই তারকা ক্রিকেটার। ২১টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র ৪৩৩ রান করতে পেরেছেন সূর্যকুমার যাদব। সেখানে মাক্র দুটোই অর্ধশতরান পেয়েছেন তিনি। এছাড়া সূর্যকুমার যাদবের গড় রয়েছে মাত্র ২৭.০৬। একদিনের ফর্ম্যাটে ক্রমশই যে সূর্যকুমারের সুযোগ কমে আসছে তা ওয়াসিম জাফরের কথাতেই স্পষ্ট।
The post সূর্যকুমার যাদবের সুযোগ ক্রমশই কমে আসছে, মনে করছেন ওয়াসিম জাফর appeared first on CricTracker Bengali.