Yuvraj Singh. (Photo by Himanshu Bhatt/NurPhoto via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হেছেন সূর্যকুমার যাদব। টেস্ট থেকে একদিনের সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও ফর্ম্য়াটেই সাফল্যের মুখ দেখেননি এই তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তো চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। তিন ম্যাচের সিরিজে রানের খাতাই খুলতে পারেননি সূর্যকুমার যাদব। এমন পরিস্থিতিতে তাঁকে নিয়ে যে সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্য গুঞ্জন শুরুও হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচে শূন্যরানেই সজঘরে ফিরতে হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। যদিও এমমন পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের সমালোচনা করতে নারাজ রয়েছেন যুবরাজ সিং। তাঁর মতে শীঘ্রই এই খারাপ ফর্ম থেকে ঘুরে দাংড়াবেন সূর্যকুমার যাদব। য্কোনও ব্যাটারেরই যে এমন পারফরম্যান্সের ক্ষেত্রে এমন পরিস্থিতি আসতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই সূর্যকুমার যাদবকে নিয়ে খানিকটা অপেক্ষা করারই পরামর্শ কার্যত দিচ্ছেন যুবরাজ সিং।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিন ম্যাচেই শূন্যরানে সাজঘরে ফিরেছেন সূর্যকুমার যাদব
একদিনের সিরিজে ব্যর্থ হওয়ার পর সূর্যকুমার যাদবের পাশে দাঁড়িয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টও। সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে যে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় একেবারেই চিন্তিত নন, সেই কথা বলতে দ্বিধা করেননি তিনি। একইসঙ্গে রোহিত শর্মাও সূর্যকুমার যাদবের পাশে দাঁড়ানোরই বার্তা দিয়েছিলেন। ভারতীয়টিম ম্যানেজমেন্টও সূর্যকুমার যাদবকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেতা বলার অপেক্ষা রাখে না।
সূর্যকুমার যাদবের পাশে দাঁড়িয়ে যুবরাজ সিং বার্তা দিয়েছেন, “যেকোনও ক্রিকেটারই তাদের কেরিয়ারে ওঠা নামার মধ্যে দিয়েই যায়। ক্রিকেট খেলাকালীন আমরা প্রত্যাক ক্রিকেটারই কোনও না কোনও সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। ভারতীয় দলের জন্য সূর্যকুমার যাদব সবসময়ই একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপে যদি তিনি সুযোগ পান তবে অবশ্যই ভারতীয় দলের জন্য ভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমাদের ক্রিকেটারদের সবসময়ই সাহায্য করা উচিত্। আমাদের সূর্যকুমার সবসময়ই ঘুরে দাঁড়াবে”।
এখনও পর্যন্ত একদিনে্র ক্রিকেটে ২২টি ম্যাচই খেলেছেন সূর্যকুমার যাদব। যদিও বড় রান পেতে ব্যর্থই হয়েছেন তিনি। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ২টি অর্ধশতরান। একদিনের ক্রিকেটে সূর্যকুমার যাদবের সর্বোচ্চ রান রয়েছে ৬৪ রান। এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি ফর্ম্যাটে আইসিসির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।
The post সূর্যকুমার যাদবের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন যুবরাজ সিং appeared first on CricTracker Bengali.