Indore Pitch. (Photo Source: Twitter)
ইন্দোরেই অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে ভারতীয় দলের বিজয়রথ থেমেছিল। সেই ম্যাচেই বিসিসিাইয়ের ওপর নেমে এসেছিল আইসিসির তরফে আরেক ধাক্কা। ইন্দোরের সেই পিচকে খেলার অযোগ্য রেটিং দিয়েছিল ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে সুরু হয়েছিল বিস্তর সমালোচনা। আইসিসির এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তেকে বিশেষজ্ঞরা। বূোর্ডও য়ে আইসিসির এই সিদ্ধন্ত চুপচাপ মেনে নেওয়ার পক্ষে ছিল না, তাও সেই সময়ই বোঝা গিয়েছিল। বিসিসিআইয়ের হাতে সময় ছিল আবেদন করার।
বোর্ড এতটুকুও সময় নষ্ট করতে নারাজ ছিল সেই সময়। আইসিসির এমন সিদ্ধান্তের পরই সরব হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। আইসিসি ইন্দোরের পিচকে খেলার অযোগ্য রেটিং দিয়েছিল। সেইসঙ্গে ডিমেরিট পয়েন্টও দিয়েথিল তারা। এরপরই সেই সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিল বিসিসিাই। শুরু হয়েছিল নানান সমালোচনা। সময় নষ্ট না করেই আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে সেখানে আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতেি এবারক সারা দিল আইসিসিও।
ইন্দোরের এই পিচকে খেলার অযোগ্য রেটিং দিয়েছিল বিসিসিআই
বিসিসিআইয়ের আবেদনমে সারা দিয়ে ইন্দোরের পিচ নিয়ে নিজেদের সিদ্ধান্ত বদলালো আইসিসি। ইন্দোরের পিচকে বিলো অ্যাভারেজ তদমা দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর তাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে েখন স্বস্তির আবহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টে প্রথম দিন থেকেই পিচে দেখা গিয়েছিল ভয়ঘ্কর স্পিনের দাপট। প্রথম সেশন থেকেই স্পিনারদের হাতে ছিল ম্যাচের রাশ। এমনটা দেখার পর থেকেই যে সমালোচনা শুরু হওয়াটা ছিল সময়ের অপেক্ষা তা বলার অপেক্ষা রাখে না।
দিল্লি, নাগপুরের পর ইন্দোরের এই টেস্ট ম্যাচও শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। কিন্তু প্রথম দিন থেকেই সেই পিচ ছিল র্যাঙ্ক টার্নার। অস্ট্র্লেয়ির দুই স্পিনারের সামনে রীতিমত বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লইনআপ। সেখানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের জয়ের রাস্তাও। প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস দুই জায়গাতেই দেখা গিয়েছিল একই অবস্থা। ভারতীয় দলের ব্যাটাররা সেই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনেই দাঁড়াতে পারেনি।
মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছিল তৃতীয় টেস্ট। সেই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল পিচ নিয়ে নানান জল্পনা। সমালোচনাও হয়েছিল প্রচুর। এরপরই আইসিসির সেই সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল। যদিও শেষপর্যন্ত বিসিসিআইয়ের আবেদনে সারা দিয়েছে আইসিসি। আর তাতেই এখন স্বস্তি।
The post সিদ্ধান্ত বদলে ইন্দোরের পিচকে “বিলো অ্যাভারেজ” তকমা দিল আইসিসি appeared first on CricTracker Bengali.