Ajinkya Rahane. (Photo Source: IPL/BCCI)
ভারতীয় দলের বাতিল ঘোড়াই শনিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বধের প্রধান কান্ডারী ছিলেন। অজিঙ্ক রাহানের ঝোড়ো ইনিংসের সৌজন্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের াইপিএলে দ্রপুততম অর্ধশতরানের মালিক ইজিঙ্ক রাহানে। মুম্বই ইন্ডিচান্সের তারকখচিত বোলিং লাইনাপের বিরুদ্ধে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে ১৯ বলেই অর্ধশতরান করে সকলকে পিছনে ফেলে দিয়েছেন এবার অজিঙ্ক রাহানে। তাঁর এই পারফর্ম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় কিংবদন্তী সুবনীল গাভাসকর।
দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন অজিঙ্ক রাহানে। এবার বিসিসিাইয়ের চুক্তি থেকেও বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে। কিন্তু তিনি যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়ার লোক নন, তা বুঝিয়ে দিয়েছেন এবার অজিঙ্ক রাহানে। ওয়াংখেড়ে তাঁর ঘরের মাঠ। যদিও এদিনের ম্যাচে চেন্নাই সুপার কিংস জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেই নেমেছিলেন তিনি। সেখানেই তাঁর বিধ্বংসী পারফরম্যান্সের সামনে শেষ হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
ওয়াংখেড়েতে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন অজিঙ্ক রাহানে
অজিঙ্ক রাহানের এই পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে অজিঙ্ক রাহানে যে ধরণের ক্রিকেট এদিন খেলেছেন, তাতে সমস্ত ক্রিকেট ভক্তই তাঁর প্রেমে পড়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচের শো স্টপার যে অজিঙ্ক রাহানে ছিলেন তা মানতেও কোনও দ্বিধা নেই সুনীল গাভাসকরের। এদিন চেন্নাই সুপার কিংসের মুম্বই ইন্ডিয়ান্স বধের প্রদান কান্ডারীও যে ছিলেন তিনিই, তাও বলার অপেক্ষা রাখে না।
অজিঙ্ক রাহানের এই পারফর্ম্যান্স প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে থাকা মুম্বইয়ের এই ছেলেটাই ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামের এদিন শো স্টপার। অজিঙ্ক রাহানে যে বছরের অন্যতম সেরা একটা পারফরম্যান্স দেখিয়েছিলেন এদিন। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন তিনি। সেখানেই তিনি যে পারফরম্যান্স দেখিয়েছিলেন তাতে সকলেই তাঁর প্রেমে পড়ে গিয়েছে”।
মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এদিন শুধুই ছিল অজিঙ্ক রাহানের রানের ঝড়। প্রথমে ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্স করেছিল ১৫৭ রান। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ডেভন কনওয়ের উইকেট হারিয়েছিল চেন্নাই সুপার কিংস। এদিনম মুম্বইয়ের বোলিংয়ের সাফল্য ছিল এটুকুই। এরপরই মাঠে আসেন অজিঙ্ক রাহানে। তাঁর সামনে মুম্বই ইন্ডিয়ান্সের কোনও বোলারই মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর তাতেই সাফল্য এসেছিল চেন্নাই সুপার কিংসের। এখন অজিঙ্ক রাহানেকে নিয়েই ক্রিকেট মহলে আলোচনা তুঙ্গে।
The post সিএসকের হয়ে ওয়াংখেড়েতে অজিঙ্ক রাহানের পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর appeared first on CricTracker Bengali.