Angelo Mathews . (Photo by Buddhika Weerasinghe/Getty Images)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অ্যা্ঞ্জেলো ম্যাথুজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেই ফের নয়া নজির গড়লেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নতুন মাইলস্টোন গড়লেন তিনি। শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে সাত হাজার রান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এতইসহ্গে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সনত্ জয়সূর্যের রেকর্ডও ভেঙে দিলেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। যদিও মাত্র তিন রানের জন্যই অর্ধশতরান হাতছাড়া হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজের।
টস জিতে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিলযান্ডের অধিনায়ক। প্রথম দিন থেকেই মনিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। সেখানে দ্বিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিসের হাত ধরেই বড় রানের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল শ্রীলঙ্কা। প্রথম দিনই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যদিও মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া রয়েছে অ্যাঞ্জোলো ম্যাথুজের। তবে নতুন মাইলস্টোনের মালিক হয়েছেন এই তারকা ক্রিকেটার।
৯৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ
এদিন ৯৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন অ্যাঞ্জোলা ম্যাথুজ। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি। এর আগে শ্রীলঙ্কার হয়ে টেস্টে ৭০০০ রান করতে পেরেছিলেন কুমার সঙ্গাকারা এবং মহেলা জয়বর্দনে। একইসঙ্গে এদিন টেস্টের রানের বিচারে সনত্ জয়সূর্যকেও ছাপিয়ে গিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর তাতেই আপ্লুত সকলে।
নিউ জিল্যান্ডের বিরদ্ধে কুশল মেন্ডেস আউট হয়ে যাওয়ার পরই চার নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই কঠিন পরিস্থিতিতেই দলের হাল ধরেছিলেন েই তারকা ক্রিকেটার। তবে ৭০০০ রানের মাইলস্টোন গড়ার পরই ক্রিজ ছাড়তে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ম্যাট হেনরির বলেি সাজঘরে ফিরতে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ড্যারিল মিচেলের কাছে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। আর তাতেই কেরিয়ারের মাইলস্টোন গড়ার ম্যাচে অর্ধশতরান গড়ার সুযোগ হাতছাড়া হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের।
এদিন অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুজ নন, রেকর্ড গড়েছেন নিউ জিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিও। টেস্ট ক্রিকেটে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন টিম সাউদি। কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরানোর সঙ্গেই নিজের মুকুটে এই নতুন পালক তোলেন নিউ জিল্যান্ডের তারকা পেসার। রিচার্ড হ্যাডলির সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছোঁয়ার থেকে আর মাত্র ৭০টি উইকেট পিছনে রয়েছেন এই কিউই পেসার।
The post শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৭০০০ রানের মালিক অ্যাঞ্জেলো ম্যাথুজ appeared first on CricTracker Bengali.