Dimuth Karunaratne. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)
নিউ জিল্যান্ডের কাছে ০-২-এ টেস্ট সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কার। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাওয়ার দৌড়ও শেষ হয়েছে। নিউ জিল্যান্ডের কাছে এমন হারের পরই কার্যত নিজের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন দ্বি্মুথ করুণারত্নে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা দ্বিমুথ করুণারত্নের। সোমবারই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। নিউ জিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরই যে তাংর এমন সিদ্ধান্ত তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার কাছে ভারতের তৃতীয় টেস্টে হারের পরই শ্রীলঙ্কার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাটা খুলে গিয়েছিল। যদিও লড়াইটা কঠিন ছিল, কিন্তু একটা সুযোগ শ্রীলঙ্কার সামনেও চলে এসেছিল। যদিও নিউ জিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারাতে হত এই সিরিজে। তাও আবার ২-০-এ সিরিজ হারাতে হত। প্রথম টেস্টে অবশ্য লড়াইটা ভালই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। সেই ম্যাচে কেন উইলিয়ামসনর দাপটের সামনে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধেই অধিনায়ক হিসাবে শেষ টেস্ট খেলবেন দ্বিমুথ করুণারত্নে
সেইসঙ্গেই তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাবতীয় আশা শেষ হয়ে গিয়েছিল। এরপরই নিজের নেতৃত্বের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দ্বিমুখ করুণারত্নে। সেই ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনিও। নিউ জিলযান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের পরই শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন দ্বিমুখ করুণারত্নে।
শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচকদের আসন্ন টেস্ট মরসুমের জন্য নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলাম। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। নির্বাচকরা কী ভাবছেন সেই বিষয়ে জানার অপেক্ষায় রয়েছি আমি। মরসুমের মাঝপথে সরে যাওয়ার থেকে নতুন অধিনায়ককে শুরু থেকেই তাঁর জায়গা ছেড়ে দেওয়ারই পক্ষে আমি।
২০১৯ সালে স্ট্যান্ড ইন অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হয়েছিল দ্বিমুখ করুণারত্নের। তাঁর হাত ধরেই টেস্টের মঞ্চে ইতিহাস তৈরি করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাটিতে প্রথম এশিয়ান দল হিসাবে টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। সেই সাফল্য এসেছিল এই করুণাতর্নের হাত ধরেই। এখনও পর্যন্ত দ্বিমুখ করুণারত্নের হাত ধরে ২৬টিটেস্ট খেলেছে শ্রীলঙ্কা। সেখানেই তারা জিতেছে ১০টি ম্যাচ। ড্র করেছে ৯টি ম্যাচ এবং হেরেছে মাত্র একটি ম্যাচ।
The post শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদ ছাড়ছেন দ্বিমুথ করুণারত্নে appeared first on CricTracker Bengali.