KL Rahul. (Photo Source: BCCI)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। তৃতীয় টেস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। এত সাফল্যের মধ্যেও কিন্তু সমালোচনা থামছে না। তবে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে নয়। লোকেশ রাহুলকে নিয়েই এই মহর্তে সরগরম ভারতীয় ক্রিকেট মহল। ধারাবাহিকবাবে লোকেশ রাহুলের ব্যর্থতা নিয়েই চলচে নানান কাটাছেড়া। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন দীনেস কার্তিক। তবে সমালোচনা নয়, লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শই দিয়েছেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে ভারত অসাধারণ জয় তুলে নিলেও, লোকেশ রাহুলের ব্যাটে কিন্তু রানের খরা চলছেই। অন্তত শেষ দশ ইনিংসে কোনও বড় রানের ঝলক দেখাই যায়নি লোকেশ রাহুলের ব্যাট থেকে। তাঁর এই ধারাবাহিক ব্যর্থতা নিয়ে যে সমালোচনার সুরটা বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই লোকেস রাহুলকে কয়েকদিনের জন্য খেলা থেকে বিরতি নেওয়ারই পরামর্শ দিচ্ছেন দীনেশ কার্তিক। বিরতি থেকে ফেরার পর ফের তিনি ফর্ম পাবেন বলেও মনে করছেন দীনেশ কার্তিক।
দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন লোকেশ রাহুল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই সাজঘরে ফিরেছ্লেন লোকেশ রাহুল। দুই ইনিংস মিলিয়ে লোকেশ রাহুল মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন। প্রথম টেসটেো বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন লোকেশ রাহুল। এরপর থেকেই তাঁকে ভারতীয় দল থেকে বসানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন সকলে। তাঁর পরিবর্তে শুভমন গিলকেই খেলানোর দাবী জানাচ্ছেন।
এমন পরিস্থিতিতেই ক্রিকবাজকে দীনেশ কার্তিক জানিয়েছেন, “তিনি নিজেও একটা কথা খুব ভালবাবে জানেন যে পরের ম্যাচে তাঁকে যদি বসানো হয় তবে সেটা পরিুস্থিতি অনুয়ায়ীই হবে। এটা অবশ্য এক ইনিংসের পারফর্ম্যান্সের বিচারে হবে না। বিগত পাঁচ থেকে ছটি ইনিংসে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতেই হতে পারে। তিনি একজন দক্ষ ক্রিকেটার। প্রতিটি ফর্ম্যাটেই লোকেশ রাহুলের খেলার দক্ষতা রয়েছে। আমার মনে হয় ক্রিকেটের বাইরে থেকে কিছুটা সময় প্রয়োজন তাঁর। এরপর ফিরলেই ফের সেি পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে”।
আইপিএলের পরই চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। তারপর দলে পেরার পর থেকেই সেভাবে নিজের পারফরম্যান্স প্রদ্রশন করতে পারেননি তিনি। আর তাতেই এখন শুরু হয়েছে সমালোচনা। আগামী ১ মার্চ তৃতীয় টেস্টে নামবে ভারতীয় দল। সেখানে লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিলকে খেলানো হয় কিনা সেটাই এখন দেখার।
The post লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দীনেশ কার্তিকের appeared first on CricTracker Bengali.