IPL Trophy. (Photo Source: IPL/BCCI)
আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে এবার যাত্রা শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। যদিও জয়ের রাস্তায় ফিরতে খুব একটা সময় নিল না চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েই এবারের পয়েন্ট তালিকায় খাতা খুলল চেন্নাই সুপার কিংস। প্রায় চার বছর পর ঘরের মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম পয়েন্ট পেল চেন্নাই সুপার কিংস।
আইপিএলের প্রথম রাউন্ডের শেষে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। গত রবিবারের পর আইপিএলের পয়েন্ট টেবিলে সাত নম্বর পজিশনে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় তুলে নেওয়ার পরই পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থানে উঠে এল চেন্নাই সুপার কিংস। দুটো ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংসের পয়েন্ট দুই। তাদের নেট রানরেট রয়েছে +০.০৩৬।
আইপিএলের পয়েন্ট টেবিল
দল
ম্যাচ
জয়
হার
রানরেট
পয়েন্ট
রাজস্থান রয়্যালস
১
১
০
+৩.৬০০
২
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১
১
০
+১.৯৮১
২
লখনউ সুপার জায়ান্টস
২
১
১
+০.৯৫০
২
গুজরাত টাইটান্স
১
১
০
+০.৫১৪
২
পঞ্জাব কিংস
১
১
০
+০.৪৩৮
২
চেন্নাই সুপার কিংস
২
১
১
+০.০৩৬
২
কলকাতা নাইট রাইডার্স
১
০
১
-০.৫১৪
০
মুম্বই ইন্ডিয়ান্স
১
০
১
-১.৯৮১
০
দিল্লি ক্যাপিটালস
১
০
১
-২.৫০০
০
সানরাইজার্স হায়দরাবাদ
১
০
১
-৩.৬০০
০
এই মুহূর্তে লিগ টেবিলে সর্বোচ্চ রানরেট নিয়ে ওপরে রয়েছে রাজস্থান রয়্যালস। যদিও প্রথম রাউন্ডের শেষেই এই পয়েন্ট টেবিল। অনিশ্চয়তার এই আইপিএলে যে সবকিছুই সম্ভব তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবারই আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে জয়ের খাতা খুলতে পারেনি তারা। তবে এবার ঘরের মাঠে নামতে চলেছে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস শিবির।
প্রথম চার দলই আইপিএলে প্লেঅফের মঞ্চে তাদের জায়গা পাকা করতে পারবে। অই মুহূর্তে প্রথম চারের মধ্যে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জাায়ান্টস, আরসিবি এবং গুজরাত জায়ান্টস থাকলেও, শেষ হাসি কারা হাসবে তা তো সময়ই বলবে।
The post লখনউকে হারিয়ে প্রথম পয়েন্ট চেন্নাইয়ের, দেখে নেওয়া যাক আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায় appeared first on CricTracker Bengali.