MS Dhoni. (Photo by Andy Kearns/Getty Images)
বুধবার সিরিজ নির্ণায়ক ম্যাচ। চেন্নািয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্য়াচ জিততে পারলেই টেস্টের পর এরদিনের সিরিজও নিজেদের পকেটে পুরবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ভারতীয় দেলকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকবেন প্রাক্তন অধিনা.ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিরদের সঙ্গে ড্রেসিংরুমেও দেখা করতে পারেন ক্যাপ্টেন কুল। আর এই খবর যে ম্যাচ ঘিরে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিল টিম ইন্ডি্য়া। কিন্তু সেই পারফরম্যান্সের ধারা দ্বিতীয় ম্যাচে অব্যহত রাখতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাও আবার ১০ ইউইকেটে হারতে হয়েছিল তাদের। চেন্নাইয়েই গুরে দাঁড়াতে মরিয়া হয়েছে রয়েছে ভারতীয় দল। সেখানে গ্যালারীতে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি যে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াতেই পারে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে চিপকে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন মহেন্দ্র সিং ধোনি
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হতে চলেছে আইপিএল। সেখানেই গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। গতবার না পারলেও, এবার চেন্নাইকে চ্যাম্পিয়ন করাই পাখির চোখ মহেন্দ্র সিং ধোনির। প্রায় ২১ গিন আগে থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছেন এই তারকা ক্রিকেটার। চিপকে জোরকদমে চলছে ক্যাপ্টেন কুলের প্রস্তুতি। তারই মাঝে আবার ভারতীয় দলের সিরিজ নির্ণায়ক ম্যাচ এই স্টেডিয়ামেই আয়োজিত হচ্ছে। প্রস্তুতির মাঝেই ভারতীয় দলের খেলা দেখতে উপস্থিত থাকবেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক।
শোনাযাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে নাকি দেখাও করতে পারেন ক্যাপ্টেন কুল। এমন পরিস্থিতির আগে ধোনির মতো ক্রিকেটারের সাক্ষাত যে ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্ককেও সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে মাঠে ধোনির উপস্থিতি ভারতীয় ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাসও যোগাতে সাহায্য করবে। গত ম্যাচের পারফরম্যান্স ভুলে এখন ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ভারতীয় দলের ক্রিকেটারদের।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। মিচেল স্টার্কের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। মাত্র ১১৭ রানে শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে রাখাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় দলের সামনে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
The post রোহিত শর্মাদের সিরিজ নির্ণায়ক ম্যাচে চিপকের গ্যালারীতে থাকবেন মহেন্দ্র সিং ধোনি appeared first on CricTracker Bengali.