Jhulan Goswami. (Photo by MICHAEL BRADLEY/AFP via Getty Images)
আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। এরকপরই শুরু হতে চলেছে প্রথম মহিলাদের আইপিএল। প্রথম ম্যাচেই গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেরই মেন্টর এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী। মুম্বই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই মঞ্চে নামার পরই দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রকাক্তন বারকতীয় তকারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর। তারকার তকমা মাঠে নয়, মাঠের বাইরেই ক্রিকেটারদের ছেড়ে আসতে হবে। প্রস্তুতি শুরু সঙ্গেই দলের সকলের উদ্দেশ্যে এই বিশেষ বার্তা দিয়েছেন ঝুলন গোস্বামী।
ভারতীয় দলের হয়ে বহু সাফল্যের স্বাক্ষী ঝুলন গোস্বামী। একদিনেরক ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে রয়েছে সর্বোচ্চ উইকেট। ২০২২ সালেই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কতা ঘোষণা করেছিলেন তিনি। ফের একবার মাঠে ফিরতে চলেছেন এই তারকা মহিলা ক্রিকেটার। প্রথম মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ডাগ আউটেই দেখা যাবে তাঁকে। সেই মঞ্চে নামার প্রস্তুতিতেই বিরাট বার্তা দিলেন চাকদা এক্সপ্রেস।
মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর এবং বোলিং কোচের দায়িত্বে রয়েছেন ঝুলন গোস্বামী
মুম্বইয়ের ডিওয়াই পটেল এবং ব্রেবোর্ণ স্টেডিয়ামেই হবে মহিলাদের আইপিএলের প্রতিটা ম্যাচ। মুম্বই ইন্ডিান্স শিবিরে রয়েছে তারকা ক্রিকেটারদের আধিক্য। এউ দলেই আবার রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীকত কৌরও। সদস্য় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাত্রা শেষ হয়ে ভারতের। সেখানে হরমনপ্রীত কৌর বেশ ভাল ফর্মেই ছিলেন। অন্যদিকে প্রথম মরসুমেই ট্রফি জিততে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স শিবির। সেই প্রস্তুতিতেই কোনওরকম খামতি রাখতে নারাজ ঝুলন গোস্বামী। তারকা তকমার ভার নয়, নিজেদের পারফরম্যান্সের দিকেই বিশেষ ফোকাস দেওয়ার বার্তা দিয়েছেন ঝুলন গোস্বামী।
এই প্রসঙ্গে ঝুলন গোস্বামী জানিয়েছেন, “যখন তুমি মাঠে নামছ সেই সময় কেউই তারকা কিংবা কিংবদন্তী নয়। আমাদের কাজের দিকেই ফোকাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। যেভাবে এদিন আমাদের দলের খেলোয়াড়রা পরিশ্রম করেছেন। যেমন দলবদ্ধভাবে তারা খেলেছেন এবং সকলের সঙ্গে একে অপরের বোঝাপড়াটা যাতে ভাল হয় সেদিকেই নজর দিতে হবে আমাদের। প্রস্তুতির মাঝে আমাদের মধ্যে নানান মজার মুহূর্ত তৈরি হয়েছিল, সেটা একটা ইতিবাচক দিক। দ্বিতীয় দিনও ক্রিকেটারদের মধ্যে ইচ্ছাশক্তি অনেক প্রবল ছিল। এই অভিজ্ঞতাটা সত্যিই খুব ভাল”।
পুরুষদের আইপিএলে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। আগামী ৪ মার্চ মহিলাদের আইপিএলে প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। জয় দিয়ে তারা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এন দেখার।
The post মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ঝুলন গোস্বামীর appeared first on CricTracker Bengali.