Paras Mhambrey. (Photo Source: BCCI)
আহমেদাবাদ টেস্ট শুরুর প্রথম দিনই ভারতীয় টিম ম্যানেজমেন্টের মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। মহম্মদ সামিকে তৃতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। তারই পাল্টা জবাব দিলেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। সামিকে বিশ্রামের সিদ্ধান্তের সমর্থন যেমন করলেন, তেমনই কেন মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেই কারও বিশ্লেষণ করলেন ভারতীয় দলের বোলিং কোচ।
আহমেদাবাদ টেস্ট শুরুর আগে থেকেই মন্তব্য পাল্টা মন্তব্য চলেই যাচ্ছে। ম্যাচ শুরুর আগের দিন যেমন রবি শাস্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার সেই একইপথে হাঁটলেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি। কেন মহম্মদ সামিকে বসানো হয়েছিল সেই কারণ য়েমন জানিয়েছেন। তেমনই সেই সিদ্ধান্তের পিছনে কারণ বিশ্লেষণও করেথছেন পরশ মাম্বরে। ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই যে এমন সিদ্ধান্তের পথে হাঁটা হচ্ছে সেই কথা বলতে দ্বিধা করেননি তিনি।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল
তৃতীয় ম্যাচে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন উমেশ যাদব। সামিকে বিশ্রাম দেওয়ার সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রা্ক্তন ক্রিকেটার সুবীল গাভাসকর। ওয়ের্কলোড ম্যানেজমেন্চের জন্য মহম্মদ সামিকে টানা এমন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকর। কতারই জবাব দিতে খুব একটা দেরী করেননি ভারতীয় দলের বোলিং কোচও।
পরশ মাম্বরে জানিয়েছেন, “প্রতিটি বোলারের ব্যাক্তি ওয়ার্কলোড দেখার পরই এমন ধরণের সিদ্ধান্ত নেওয়ার রাস্তায় হাঁচতে হয়। আমার মনে হয় যেভাবে আমরা মহম্মদ সামিকে দেখেছিলাম, তাতে সেই পরিস্থিতিতে তাঁকে বিশ্রাম দেওয়ার একটা সুযোগ ছিল আমাদের কাছে। একইসঙ্গে সেখানে মহম্মদ সিরাজ ও উমেশ যাদবকে একসঙ্গে খেলানোরও একটা সুযোগ ছিল। এই সিরিজের পরই আমাদের সামনে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনাল।এই মুহূর্তে বোলারদের ঘুরিয়ে ফিরি্য়ে দেখে নেওয়ার একটা সুযোগ রয়েছে। সেটা ক্রিকেটারদের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ”।
এখনও পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজে ভারতীয় পেসার হিসাবে সর্বোচ্চ উইকেট রয়েছে মবম্মদ সামির ঝুলিতেই। এই ম্যাচেও দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। পিটার হ্যান্ডসকম্ব এবং মার্নাস লাবুশানের মতো দুই তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সামি যে ভারতীয় দলের জন্য এই মুহর্তে কতটা গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলাই বাহুল্য।
The post মহম্মদ সামির বিশ্রাম নিয়ে সুনীল গাভাসকরের মন্তব্যের পাল্টা জবাব পরশ মাম্বরের appeared first on CricTracker Bengali.