BJ Sports – Cricket Prediction, Live Score

মহম্মদ কাইফের মতে দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস ডেভিড ওয়ার্নার

 মহম্মদ কাইফের মতে দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস ডেভিড ওয়ার্নার

#image_title

David Warner. ( Photo Source: ipl/bcci)

আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালস শিবিরে নেই ঋষভ পন্থ। সেজন্য এবার দিল্লি ক্যাপিটালসের পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। ঋষভ পন্থের মতো ক্রিকেটার না থাকাটা যে দিল্লি ক্যাপিটালসের কাছে বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতেই দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার প্রধান ভূমিকা কে নেবে তা বলতেও দ্বিধা করেননি মহম্মদ কাইফ। তাঁর মতে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রধান ভূমিকা পালন করতে চলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে বড় রানের আশাতেই রয়েছেন মহম্মদ কাইফ।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্বে ছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর হাত ধরেই সেবার আইপিএলের চ্যাম্পিয়নহয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই মরসুমে ব্যাট হাতে দুর্ধর্, পারফর্ম্যান্সো দেখিয়েছিলেন তিনি। আইপিএলের মঞ্চে ব্যাট হাতে বরাবরই সফল হয়েছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু গতবছরটা খুব একটা ভাল যায়নি এই তারকা ক্রিকেটারের। তবে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে দায়িত্ব তাঁর আরও অনেত বেশী। ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছে তাঁর কাঁধে।

ঋষভ পন্থের অনুপস্থিতিতে এবার দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার

যদি্ও সম্প্রতি ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের সিরিজে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি ডেভিড ওয়ার্নার। টেস্টেরক ম়ঞ্চে দুই ম্যাচ খেলার পরই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েঠিলেন এই তারকা ক্রিকেটার। একদিনের সিরিজেও প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি ডেভিড ওয়ার্নারকে। তাঁকে একেবারে শেষ ম্য়াচেই দেখা গিয়েছিল। যদিও সেখানে বড় রান করতে পারেননি ডেভিড ওয়ার্নার। তাঁকে নিয়েই এবার আইপিএলের মঞ্চে আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ।

এই প্রসঙ্গেই মহম্মদ কাইফ জানিয়েছেন, “আমার মতে সবসময়ই দিল্লি ক্যাপিটালস শিবিরের দলের শক্তি হলেন ডেভিড ওয়ার্নার। তিনি এমন এক ধরণের ক্রিকেটার, যে সময় তিনি ফর্মে থাকবেন সেই সময় তিনি একা হাতেই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। হয়ত ডেভিড ওয়ার্নার সবসময় তাঁর দক্ষতার স্বীকৃতি সঠিকভাবে পাননা, কিন্তু সবসময়ই ডেভিড ওয়ার্নার আইপিএলের ইতিহাসে একজন কিংবদন্তী ক্রিকেটার। আমার মতে দিল্লি ক্যাপিটালসের এক্স ফ্যাক্টর এবার ডেভিড ওয়ার্নার”।

আইপিএলের ম়্চে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয় তাঁর হা ধরেই ২০১৬ সালে আইপিঅএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ডেভিড ওয়ার্নারই গতবছর গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। তাঁর মতো ক্রিকেটার যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মহম্মদ কাইফের ডেভিড ওয়ার্নারকে নিয়ে করা ভবিষ্যদ্বানী সঠিক হয় কিনা সেটাই শুধু দেখার।

The post মহম্মদ কাইফের মতে দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.

Exit mobile version