Lucknow Super Giants Jersey. ( Image Source: LSG: Youtube )
কয়েকদিন আগেই পরকিকল্পনার কথা জানিয়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। অবশেষে সেটাই হল। সোমবারই সীমনে এল লখনউ সুপার জায়ান্টসের নতুন জার্সি। সোশ্যাল মিডিয়াতে সেই জার্সি ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগেই নিজেদের নতুন জার্সি প্রকাশ্যে আনল লখনউ সুপার জায়ান্টস। অনেকেই এই জার্সির সহ্গে পুরনো ডেকান চার্জার্সের জার্সির সঙ্গে মিল খুঁজে পাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে মিস্র প্রতিক্রিয়া।
গতবছরই আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। বিরাট অঙ্কের বিনিময়েইগতবারের আইপিএলে এসেছিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। প্রথম আবির্ভাবেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল লখনউই সুপার জায়ান্টস। যদিও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি লখনউয়ের সুপার জায়ান্টসরা। এবার ভাগ্য সন্ধানে জার্সি বদল করে ফেল লখনউ সুপার জায়ান্টস। গতবার তাদের জার্সি নিয়ে অএনেকেই নানান ট্রোল করেছিল। নতুন মরসুম সুরু হওয়ার আগেই জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত নিল লখনউ সুপার জায়ান্টস।
গতবারের আইপিএলে তৃতীয় স্থানে থেমেছিল লখনউ সুপার জায়ান্টস
গতবারই প্রথম আইপিএলের ম়ঞ্চে এসেছিল লখনউ সুপার জায়ান্টস। যদিও শুরুটা খুব একটা খারাপ ভাবে করেনি তারা। লোকেশ রাহুলের নেতৃত্বেই প্রথমবারের আইপিএলের মঞ্চে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। প্রথমবারই কিন্তু সকলকে চমকে দিয়েছিল লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। প্লেঅফের ছাডপত্র যোগার করে ফেলেছিল তারা। যদিও শেষরক্ষা করতে পারেনি। প্রথম আইপিএলে চৃতীয় স্থানেই থামতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। এবার সম্পূর্ণ নতুন লুকে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস।
𝑵𝒂𝒚𝒂 𝑹𝒂𝒏𝒈, 𝑵𝒂𝒚𝒂 𝑱𝒐𝒔𝒉, 𝑵𝒂𝒚𝒊 𝑼𝒎𝒆𝒆𝒅, 𝑵𝒂𝒚𝒂 𝑨𝒏𝒅𝒂𝒂𝒛 👕💪#JerseyLaunch #LSG pic.twitter.com/u3wu5LqnjN
— Lucknow Super Giants (@LucknowIPL) March 7, 2023
গতবার হাল্কা আকাশী রংয়ের জার্সি পড়েই মাঠে নেমেছিল লখনউয়ের সুপার জায়ান্টসরা। এবার সেই রং সম্পূর্ণ বদলে ফেলেছে তার। গাড় নীল রংয়ের জার্সি পরেই মাঠে নামতে চলেছেন লোকেশ রাহুল, দীপক হুডারা। যদিও সমর্থকরা নানান পরামর্শ দিচ্ছেন জার্সি নিয়ে। এদিন লখনউ সুপার জায়ান্টসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ সহ লখনইউয়ের কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক লোকেশ এবং জয়দেব উনাদকাটরা। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।
গতবার আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস শিবিরের অধিনায়ক লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ৬০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। যদিও এই মুহূর্তে ভাল ফর্মে নেই এই তারকা ক্রিকেটার। নতুন জার্সি পরে লখনউ সুপার জায়ান্টসের ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।
The post মরসুম শুরু হওয়ার আগে নতুন জার্সি লখনউ সুপার জায়ান্টসের appeared first on CricTracker Bengali.