BJ Sports – Cricket Prediction, Live Score

প্ৰথমবারের জন্য আন্তর্জাতিক টি-২০-তে পাকিস্তানকে পরাজিত করল আফগানিস্তান

 প্ৰথমবারের জন্য আন্তর্জাতিক টি-২০-তে পাকিস্তানকে পরাজিত করল আফগানিস্তান

#image_title

Afghanistan. (Image Source: Twitter)

২৪শে মার্চ, শুক্রবার পাকিস্তান এবং আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে। আফগানিস্তান ৬ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০-তে প্ৰথম জয়টি অর্জন করে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ম্যাচটিতে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফ দলে ছিলেন না। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯২ রান করতে পেরেছিল তারা।

শারজাহের পিচে বোলারদের জন্য সুবিধা ছিল এবং আফগানিস্তানের বোলাররা সেই সুবিধাকে ভালোভাবে কাজে লাগায়। তারা পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকেই ক্রিজে বেশিক্ষণের জন্য দাঁড়াতে দেয়নি। সাদাব খানের নেতৃত্বাধীন দল ৬.১ ওভারে ৩৯ রানের মধ্যেই ৪টি উইকেট হারায়।

পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই নিজেদের ব্যাটিং বিপর্যয়কে সামাল দিতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ইমাদ ওয়াসিম। তিনি ৩২ বল খেলে ১৮ রান করেন। সাইম আয়ুব ১৭ রান, তৈয়ব তাহির ১৬ রান এবং সাদাব খান ১২ রান করেন। আর কেউ ১০ রানের গন্ডি পার করতে পারেননি। ফজলহক ফারুকী, মুজিব এবং নবী ২টি করে উইকেট নেন। আজমতুল্লাহ, রাশিদ এবং নবীন একটি করে উইকেট নেন।

নবী-নাজিবুল্লাহের পার্টনারশিপের হাত ধরে জয় পেল আফগানিস্তান

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন স্কোর। এত কম রান করে ম্যাচ জেতা খুবই কঠিন। শুরুটা পাকিস্তানের বোলাররা ভালোই করেছিল। আফগানিস্তান রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে ৩ উইকেট হারায়। ইহসানসউল্লাহ এবং নাসিম শাহ আফগানিস্তানের ব্যাটসম্যানদের শুরুতেই সমস্যায় ফেলে দিয়েছিলেন। গুরবাজ ১৬ রান, ইব্রাহিম জাদরান ৯ রান এবং গুলাবদিন নাইব ০ রান করে আউট হন।

করিম জানাত ১৬ বলে মাত্র ৭ রান করে ইমাদ ওয়াসিমের বলে আউট হন। এরপরে আফগানিস্তানের ব্যাটিংয়ের হাল ধরেন মোহাম্মদ নবী এবং নাজিবুল্লাহ জাদরান। তাদের মধ্যে ৫৩ রানের পার্টনারশিপ হয়। নবী ৩টি চার এবং ১টি ছয় সহ ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। নাজিবুল্লাহ ২টি চার সহ ২৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ১৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে ৯৮ রান করে এই ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হন মোহাম্মদ নবী।

The post প্ৰথমবারের জন্য আন্তর্জাতিক টি-২০-তে পাকিস্তানকে পরাজিত করল আফগানিস্তান appeared first on CricTracker Bengali.

Exit mobile version