BJ Sports – Cricket Prediction, Live Score

পাকিস্তান সুপার লিগ খেলার ছাড়পত্র পেলেন না ওয়ানিন্দু হায়াসঙ্গা

 পাকিস্তান সুপার লিগ খেলার ছাড়পত্র পেলেন না ওয়ানিন্দু হায়াসঙ্গা

#image_title

Wanindu Hasaranga. (Photo Source: Twitter)

ওয়ানিন্দু হাসারঙ্গার আবেদনে সাড়া দিলন না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চলতি পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পেলেন না শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। পাকিস্তার সুপার লিগের কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স শিবিরের সদস্য তিনি। সেই প্রতিযোগিতায় খেলার জন্যই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছিলেন তিনি। কিন্তু সামনেই শ্রীলহ্কার টি টোয়েন্টি সিরিজ থাকার ফলেই তাঁকে এই প্রতিযেগিতায় যাওয়ার অনুমতি দিল না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যদিও শোনাযাচ্ছে আসন্ন আইপিএলে নাকি তাঁকে খেলার ছাড়পত্র দেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

গত সোমবারই পাকিস্তান সুপার লিগ খেলার জন্য ওয়ানিন্দু হাসারঙ্গার কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। কিুন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে অনুমকি দেয়নি। এই মুহূর্তে দেশের হয়ে খেলার দিকেই তাঁকে বিশেষ ফোকার করার বার্তা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কর্তাদের তরফে। আসন্ন নিউ জিল্যান্ড সফরে শ্রীলঙ্কার টেস্ট  শিবিরে ফিরতে চলেছেন তিনি। এই সিরিজ যে শ্রীলঙ্কার জন্য কতটা গুরুতেবপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

পিএসএলে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স শিবিরে ছিলেন ওয়ানিন্দু হাসরঙ্গা

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল।  অন্যদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই ভারত ২-০-এ এগিয়ে গিয়েছে। আর সেটাই যেন শ্রীলঙ্কার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা খুলে দিয়েছে। যদিো এখনও অনেক হিসাব নিকাশ রয়েছে সেখানে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ২-০ জিততে হবে।

সেইসঙ্গেই ভারতের সিরিজের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ জিততে পারে তবে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে শ্রীলঙ্কাও। তবে অস্ট্রেলিয়া কোনও টেস্ট ড্র করলেই সেই সুযোগ হাতছাড়া হবে তাদের। সেই কারণেই এখন দলের ক্রিকেটারদের দেশের জার্সিতে খেলার দিকেই বিশেষ নজর দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে। পাকিস্তান সুপীর লিগ এবং শ্রীলঙ্কার নিউ জিল্যান্ড সিরিজ একেবারে পাশাপাশি শুরু হবে।

যদিও ওয়ানিন্দু হাসারঙ্গা শ্রীলঙ্কার টেস্ট দলের হয়ে খুব একটা বেশী ম্যাচ খেলেননি। তবে নিউ জিল্যান্ডে সফরে তাঁকে দলে রাখার ইঙ্গিতই দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই কারণে এখন তাঁকে প্রথম শ্রেনীর ক্রিকেটে বিশেষ ফোকাস করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ানিন্দু হাসারঙ্গার না খেলার কথা কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সদের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া গয়েছে। তাঁর জায়গায় অন্য স্পিনারের খোঁজও শুরু করে দিয়েছেন তারা।

The post পাকিস্তান সুপার লিগ খেলার ছাড়পত্র পেলেন না ওয়ানিন্দু হায়াসঙ্গা appeared first on CricTracker Bengali.

Exit mobile version