Punjab Kings. (Photo Source: IPL/BCCI)
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে এওখনও পর্যন্ত মাত্র দুবারই প্লেঅপের দড়জা কুলতে পেরেছে পঞ্জাব কিংস।গতবারের আইপিএলেও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। যদিও এবারের মিনি নিলামে ভাল দলই গঠন করেছে পঞ্জাব কিংস কর্তারা। আগামী ৩১ মার্চথেকে সুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই শেষপর্যন্ত তারা প্লেঅফেরকছাড়পত্র যোগার করতে পারে কিনা তা তো সময়ই বলবে। যদিও পঞ্জাব কিংসকে নিয়ে ইতিমদ্যেি ভবিশ্যদ্বানী করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁঁর মতে এবারের আইপিএলে পঞ্জাব কিংসের প্লেঅফে পৌঁছনোর আশা অনেক কম।
গতবারের আইপিএলে ভাল পারফরম্যান্স দেখালেও শেষপর্যন্ত প্লে অফের দড়জা কুলতে পারেনি তারা। লিগ টেবিলের অনেকটা নীচেই থামতে হয়েছিল পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত দুবার আইপিএলের প্লেঅফের মঞ্চে পৌঁছেছে পঞ্জাব কিংস। আইপিএলের প্রথম মরসুমেই প্লে অফে পৌঁছেছিল পঞ্জাব কিংস। এরপর ২০১৪ সালে ফাইনালের পৌঁঁছেছিল তারা। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। সেবার রানার্স হয়েই থামেতে হয়েছিল পঞ্জাবের কিংসকে।
২০১৪ সালে শেষবার আইপিএলের প্লেঅফে পৌঁছেছিল পঞ্জাব কিংস
এরপর থেকে আর পঞ্জাব কিংসকে আইপিএলের প্লে অফের ছাড়পত্র পেতে দেখা যায়নি। গতবার ভাল দল করেও লিগ পর্বেই থামতে হয়েছিল পঞ্জাব কিংস শিবিরকে। এবার পঞ্জাব কিংস শিবিরে রয়েছেন স্যাম কারানের মতো তারকা ক্রিকেটার। একইসঙ্গে আবার আরও এক ব্রিটিশ তারকা ক্রিকেটারও নেই এবারের আইপিএলে। চোটের জন্য রঞ্জাব কিংসের হয়ে নামতে পারবেন না জনি বেয়ারস্টো। সেটা যে পঞ্জাব কিংসের কাছে একটা বড়সড় ধাক্কা, তা বলার অপেক্ষা রাখে না। আর এমনটা দেখার পরই প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া এমন মন্তব্য করেছেন।
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে এবারের আইপিএলের প্লেঅফে পৌঁছনোর আশা পঞ্জাব কিংসের খুব একটা নেই বলেই মনে করছেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিেয়েছেন, “এবার পঞ্জাব কিংসের জন্য বেশ কঠিন পরিস্থিতিই হতে পারে। কারণ প্রতিবারই তারা তাদের অধিনায়ক এবং কোচ পরিবর্তন করে। এই প্রতিযোগিতার ইতিহাসে পঞ্জাব কিংসই যেন এমন একটা দল যেখানে সবচেয়ে বেশী কোচ এবং অধিনায়ক পরিবর্তন হয়েছে”।
গতবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু আইপিএলের মঞ্চে একেবারেই সফ ছিলেন না তিনি। এবারের আইপিএলের মিনি নিলামের আগেই ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিয়েছিল পঞ্জাব কিংস। সেই জায়গায় এবার পঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন শিখর ধওয়ান। এবার শেষপর্যন্ত তারা প্লেঅফের টিকিট যোগার করতে পারে কিনা সেটাই দেখার।
The post পঞ্জাব কিংসের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কম, মনে করছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.