BJ Sports – Cricket Prediction, Live Score

নিকোলাস পুরানকে দলে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন কেএল রাহুল

 নিকোলাস পুরানকে দলে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন কেএল রাহুল

#image_title

KL Rahul. (Photo Source: IPL/BCCI)

১লা এপ্রিল, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) নিজেদের প্ৰথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল সেই ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলকে ৫০ রানে পরাজিত করেছিল। ৩রা এপ্রিল, মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টাস নিজেদের দ্বিতীয় ম্যাচে চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে খেলতে নামবে।

সিএসকের বিরুদ্ধে ম্যাচে নামার আগে নিকোলাস পুরানকে এলএসজি কেন দলে যোগ করেছে সেই ব্যাপারে মুখ খুলেছেন অধিনায়ক কেএল রাহুল। তিনি বলেছেন যে এলএসজি এমন একজন ব্যাটসম্যানকে দলে নিতে চেয়েছিল যে মিডিল অর্ডারে নেমে বিস্ফোরক ব্যাটিং করতে পারবে। এছাড়াও তিনি বলেছেন যে পুরানকে কেনা একটি বিশাল বড় ব্যাপার এবং এলএসজি তাকে দলে পেয়ে খুব উদ্দীপ্ত ছিল।

স্টার স্পোর্টসকে কেএল রাহুল বলেন, “এই বছর আমরা মনে করেছি যে আমাদের মিডল অর্ডারে এমন একজন ব্যাটসম্যানের প্রয়োজন যে বিস্ফোরক ব্যাটিং করতে পারে এবং আমাদের দলের ফিনিশিং দক্ষতাও বাড়াতে পারে, তাই নিকোলাস পুরানকে কিনতে পারাটা আমাদের জন্য একটি বিশাল বড় ব্যাপার ছিল এবং আমরা তাকে দলে পেয়ে খুব উদ্দীপ্ত ছিলাম।”

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান নিকোলাস পুরানকে মিনি নিলামে ১৬ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ান্টাস। পুরান হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি উইকেটরক্ষক। পুরান আইপিএলে এখনও অবধি ৪৭ টি ম্যাচ খেলে ৯১২ রান করেছেন। তার নামে চারটি অর্ধশতরানও রয়েছে। আইপিএলে এলএসজির আগেও তিনি আরো তিনটি দলের সাথে যুক্ত ছিলেন। পুরান এর আগে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই), পঞ্জাব কিংস (পিবিকেএস) এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) হয়ে খেলেছেন।

নিজেদের দল গঠনের ব্যাপারেও মুখ খুললেন কেএল রাহুল

এলএসজির অধিনায়ক কেএল রাহুল নিজেদের দল গঠনের ব্যাপারেও মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তারা দলে এমন খেলোয়াড়দের নিতে চেয়েছিলেন যারা ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগেই অবদান রাখতে পারবেন।

“আমরা যে ধরনের দল বাছাই করেছি সে সম্পর্কে আমরা খুব স্পষ্ট ছিলাম। আমরা সঞ্জীব স্যার এবং গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের বলেছিলাম যে আমরা এমন খেলোয়াড়দের দলে নেব যারা তাদের দলকে প্রথমে রাখবে এবং খেলার দুটি ক্ষেত্রেই অবদান রাখতে পারবে।”

The post নিকোলাস পুরানকে দলে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন কেএল রাহুল appeared first on CricTracker Bengali.

Exit mobile version