BJ Sports – Cricket Prediction, Live Score

দীপক হুডাকে ভারতীয় ওডিআই দলে নিয়মিত খেলানোর পরামর্শ সুরেশ রায়নার

দীপক হুডাকে ভারতীয় ওডিআই দলে নিয়মিত খেলানোর পরামর্শ সুরেশ রায়নার

#image_title

Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

এই বছরই ঘরের মাঠে রয়েছে একদিনের ফর্ম্য়াটের বিশ্বকাপ। সেই মঞ্চে নামার জন্যই এখন প্রস্তুতি চলছে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজও যে ভারতীয় দলের প্রস্তুতি মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেচার সুরেশ রায়নার। দীপক হুডাকেই ভারতীয় দলের হয়ে নয়মিত কেলানোর পরামর্শ দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগরা অতীতে যে কাজ করেছেন, সেটাই এই দীপক হুডাকে দিয়ে করানো সম্বব বলেই মনে করছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।

সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগের মতো ক্রিকেটারদের ব্যাটিংয়ের পাশা্পাশি বোলিং করতেও বারবার দেখা গিয়েছে।  সেখানে ভারতীয় দলকে সাফল্যও এনে দিয়েছেন তারা। রোহিত শর্মাকেই নিজের সুবিধার জন্য এই তরুণ ক্রিকেটারদের খেলানোর পরামর্শ দিচ্ছেন সুরেশ রায়না। সরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বকালীন বারবারই সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেওয়াগকে বোলিং অপশন হিসাবে বেছে নিতে দেখা গিয়েছে। উইকেট তোলার জন্য বারবারই এই দুই ক্রিকেটারকে বল হাতে সৌরকভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম অস্ত্র হয়ে উঠে দেখা গিয়েছে।

২০২২ সালে শেষবার ভারতের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন দীপক হুডা

শুধু তারাই নয়, যুবরাজ সিং, ইউসুফ পাঠান এবং সুরেশ রায়নাকেও এই ভূমিকা পালন করতে দেখা গিয়েছে অতীতে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক থাকাকালীন বহুবারই বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে সুরেশ রায়নাকে ব্যবহার করেছিলেন মনহেন্দ্র সিং ধোনি। সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই এার রোহিত শর্নার উদ্দেশ্যে েই বিশেষ পরামর্শ দিচ্ছেন সুরেশ রায়না। লোয়ার অর্ডারে দীপক হুডা যেমন ব্যাটিং করতে পারেন, তেমনই স্পিনার হিসাবেও ভাল বোলিং করেন এই তরুণ ক্রিকেটার। সেজন্যই তাঁকে নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন দীপক হুডা।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমার খুব ভালভাবেই মনে আছে যে কেমনভাবে বীরেনেদ্র সেওয়াগ, যুবরাজ সিং এবং সচিন েতেন্ডুলকররা বোলিং করতেন। ইউসুফ এবং আমিও তেমনটাই করতাম। যখনই কোনও বাঁহাতি ব্যাটার ক্রিজে আসতেন সেই সময়ই আমাকে বোলিংয়ে ডাকতেন মাহি ভাই। আমার মনে হয় এই মুহর্তে ভারতীয় দলেসেই কাজটাই করতে পারেন দীপক হুডা। তিনি যেমন একজন ফ্লোটার ব্যাটার হতে পারেন। তিনি একজন ভাল ফিল্ডার হওয়ার পাশাপাশি ভাল অফ স্পিনার এবং টি টোয়েন্টি ফর্মকে একদিনের ক্রিকেটেও প্রদর্শন করতে পারেন তিনি”।

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ফর্ম্যাটে খেলেছিলেন দীপক হুডা। সেই বছরই ২২ ডিসেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। নতুন বছরে বারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটিও একদিনের ম্যাচ খেলেননি। ভারতীয় দলের হয়ে সম্প্রতি কবে তিনি মাঠে নামতে পারেন সেটাই দেখার অপেক্ষাতে সকলে।

The post দীপক হুডাকে ভারতীয় ওডিআই দলে নিয়মিত খেলানোর পরামর্শ সুরেশ রায়নার appeared first on CricTracker Bengali.

Exit mobile version