Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে না পারলেও, চতুর্থ টেস্টেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের বড় রানের ইনিংসের ভিতটা তিনিই তৈরি করে দিয়েছিলেন। চতুর্থ টেস্টেই ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরী পেয়েছেন শুভমন গিল। আর সেই পারফরম্যা্ন্স দেখেই আপ্লুত দীনেশ কার্তিক। ভারতীয় দলের হয়ে শুভমন গিল যে লম্বা দৌড়ের ঘোড়া তা বলতে কোনও দ্বিধা করলেন না তিনি। একইসঙ্গে শুভমন গিলকেই ওপেনার হিসাবেও দেখতে চান দীনেশ কার্তিক।
অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকালোর লক্ষ্যে নেমে একা হাতাই ভারতীয় দলকে টেনে নিয়ে যাওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন শুভমন গিল। আহমেদাবাদে তাঁর সেঞ্চুরী ইনিংসেই ভারতীয় দলের বড় রানের রাস্তাটা প্রশস্ত হয়ে গিয়েছিল। লোকেশ রাহুলের পরিবর্তে ভারতীয় দলের ওপেনিংয়ে শুভমন গিলকে নেওয়ার সিদ্ধান্তটা যে একেবারেই ভুল ছিল না, তা বলার অপেক্ষা রাখে না। ১২৮ রানের সেঞ্চুরী ইনিংস খেলে সেটাই বুঝিয়ে দিয়েছেন শুভমন গিল।
প্রথম ইনিংসে ২৩৫ রানে ১২৮ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছেন শুভমন গিল
একদিনের ক্রিকেটে ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন শুভমন গিল। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও তাঁকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টেস্টেই ভারতীয় দলে এসেছিলেন শুভমন গিল। সেখানে তিনি পারেননি। চতুর্থ ম্যাচে আর কোনও ভুল করেননি শুভমন গিল। তাঁর এমন ইনিংস দেখার পরই আপ্লুত হয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। অন্তত এই বছর ভারতীয় দলের ওপেনার হিসাবে যে তাঁকেই পছন্দ দীনেশ কার্তিকের তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রসঙ্গে ক্রিকবাজকে দীনেশ কার্তিক জানিয়েছেন, আমি সবসময়ই শুভমন গিলের সঙ্গেই যাব। কারণ তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই সেঞ্চুরী পেয়েছেন। শুভমন গিল লম্বা দৌড়ের ঘোড়া। তিনি এমন একজন ক্রিকেটার যাঁকে সম্পূর্ণভাবে ভরসা করা যায় এবং বলাই যে তাঁকে ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়েই দেখতে চাই আমি
এই বছর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যামন্স দেখিয়েছিলেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের প্রথম দুই ইনিংসে ছিলেন না সুভমন গিল। লোকেশ রাহুল ব্যর্থ হওয়ার পর তৃতীয় টেস্টেই ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেিয়েছিলেন শুভমন গিল। তৃতীয় ম্যাচে না পারলেও চতুর্থ টেস্টে হতাশ করেননি এই তরুণ ক্রিকেটার। ফের তাঁর ব্যাটে সেঞ্চুরীর ঝলক
The post দীনেশ কার্তিকের নজরে শুভমন গিল লম্বা দৌড়ের ঘোড়া appeared first on CricTracker Bengali.