BJ Sports – Cricket Prediction, Live Score

“তাদেরকে উৎসর্গীকৃত যারা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে” – আইপিএলের অন্যতম সেরা ইনিংসের প্রসঙ্গে রিঙ্কু সিং

 “তাদেরকে উৎসর্গীকৃত যারা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে” – আইপিএলের অন্যতম সেরা ইনিংসের প্রসঙ্গে রিঙ্কু সিং

#image_title

Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং ৯ই এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ইতিহাস তৈরী করেছিলেন যখন তিনি পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-কে ২০ ওভারে ২০৫ রান তাড়া করতে সহায়তা করেছিলেন। শেষ পাঁচ বলে ২৮ রানের প্রয়োজন ছিল কেকেআরের এবং রিঙ্কু একক কৃতিত্বে এমন ইনিংস খেলেছিলেন যা ক্রিকেট ভক্তরা দীর্ঘকাল মনে রাখবে।

ক্রিকেটার হিসেবে রিঙ্কুর যাত্রা সিনেমার মতো। তাঁকে এক সময় ঝাড়ুদারের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু ২৫ বছর বয়সী তাঁর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য সেই চাকরি প্রত্যাখ্যান করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স তাঁর বিকাশে একটি বিশাল ভূমিকা পালন করেছিল এবং ২০১৮ থেকেই এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত তিনি। পাঁচ বছরেরও বেশী সময় ধরে রিঙ্কুকে সমর্থন করে এসেছে কেকেআর ম্যানেজমেন্ট এবং বাঁ-হাতি ব্যাটার যখন চোট পেয়েছিলেন, তখন তাঁর চিকিৎসার খরচও যোগান দিয়েছিল কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি।

তাঁর যাত্রা সম্পর্কে বলতে গিয়ে রিঙ্কু বলেছেন যে ম্যাচের শেষ ওভারে তিনি যে ছক্কাগুলি মেরেছিলেন তা তাঁদের জন্য উৎসর্গীকৃত যারা তাঁর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। নিজের পরিবারের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছেন তিনি।

“আমার বাবা অনেক সংগ্রাম করেছেন, আমি কৃষক পরিবারের থেকে এসেছি। আমি মাঠের বাইরে যে কটা বল হিট করেছি তা সেই লোকদের জন্য উৎসর্গীকৃত ছিল যারা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে,” ম্যাচের পরে রিঙ্কু বলেছেন।

“(আমার) বিশ্বাস ছিল যে আমি এটা করতে পারি। গত বছর লখনউয়ের বিরুদ্ধেও একই রকম অবস্থা ছিল। বিশ্বাস তখনও ছিল। খুব বেশী চিন্তা করিনি। সেই শটগুলো একের পর এক লেগে গেছে। শেষেরটা হাতের পিছন দিয়ে করেছিল এবং আমি ব্যাক ফুটে থেকে মেরেছিলাম,” আলিগড় থেকে উঠে আসা এই ক্রিকেটার যোগ করেছেন।

এই ম্যাচটি লর্ড রিঙ্কু শোর জন্য স্মরণীয় হয়ে থাকবে: নীতীশ রানা

রিংকুর ইনিংস দেখে অধিনায়ক নীতীশ রানাও খুশি হয়েছিলেন এবং দুই পয়েন্টের জন্য তাঁকে ধন্যবাদ জানান। শেষ ওভারে রিঙ্কু যেভাবে ব্যাট করেছিলেন তার জন্য এই ম্যাচটি তাঁর মনে থেকে যাবে বলেও উল্লেখ করেছেন অধিনায়ক।

“গত বছর রিঙ্কু এমন কিছু করেছিল, যদিও আমরা সেই ম্যাচে জিততে পারিনি। যখন দ্বিতীয় ছক্কা মারল, তখন আমরা আরও বেশী বিশ্বাস করতে শুরু করেছিলাম কারণ যশ দয়াল ভালোভাবে বোলিং করতে পারছিল না। কৃতিত্ব দিতে হবে রিঙ্কু সিংকে। এই খেলা থেকে আমাদের দুটি পয়েন্ট এসেছে তারই জন্য। এই ম্যাচটি লর্ড রিঙ্কু শোর জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

The post “তাদেরকে উৎসর্গীকৃত যারা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে” – আইপিএলের অন্যতম সেরা ইনিংসের প্রসঙ্গে রিঙ্কু সিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version