BJ Sports – Cricket Prediction, Live Score

ডেভিড ওয়ার্নারের সমালোচনায় সরব বীরেন্দ্র সেওয়াগ

 ডেভিড ওয়ার্নারের সমালোচনায় সরব বীরেন্দ্র সেওয়াগ

#image_title

Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

আইপিএলের মঞ্চে তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও প্রযন্ত জয়ের খাতা খুলতে পারেনি দিল্লি ক্যাপিটালস। শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। কিন্তু বরসাপাড়া স্টেডিয়ামে বিশ্রী হারের স্বাক্ষীই থাকতে হয়ছে তাদের। সেখানে ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান এলেও তা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট ছিল না। এরপরই ডেভিড ওয়ার্নারের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনমায় মুখর হয়েছেন প্রাক্তন কারকা ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে রান করকে না পারলে ভবিষ্যতে ডেভিড ওয়ার্নারের আইপিএল খেলতে আসা উচিত্ নয়।

গুরুতর চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছে ডেভিড ওয়ার্নারের কাঁধে। কিন্তু এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে জয়ের রাস্তায় ফেরাতে ব্যর্থই হয়েছেন তিনি। আর পরপর ম্যাচে এমন ব্যর্থতা দেখেই নিজেকে আর ধরে রাখতে পারেননি বীেরেন্দ্র সেওয়াগ। কাজস্থান রয়্যালসের বিরুদধে ডেভিড ওয়ার্নার অর্ধশতরান পেলেও, তা ছিল অত্যন্ত ধীরগতির। আর ওয়ার্নারের মতো বিধ্বংসী ক্রিকেটারের থেকে এমন পারফর্ম্যান্সই অসন্তুষ্ট করেছে বীরেন্দের সেওয়াগকে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার

সেই ম্যাচেই প্রথমে ব্যাটিং করেঠিল রাজস্থান রয়্যালস। সেখানেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন জস বাটলার এবং যসস্বী জয়সওয়াল। সেই তুলনা টেনে এনেই ডেভিড ওয়ার্নারকে কড়া বার্তা দিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। তাঁর মতে যসস্বী জয়সওয়ার ২৫ বলে অর্ধশতরান করেছিলেন। ডেভিড ওয়ার্মারের মতো একজন ক্রিকেটার তেমন পারফরম্যান্স দেখাতে না পারলে পরবর্তীতে তাঁর াইপিএল খেলতে আসা  উচিত্ নয়। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে  ৫৭ রানে হেরেছিল দিল্লি ক্যাপিটালস।

এই প্রসঙ্গ ক্রিকবাজকে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “আমার মনে হয় এটাই  প্রকৃত সময় যে তাঁকে এবার ইংলিশেই বলতে চাই। যাতে ওয়ার্নার এটা শোনে এবং কষ্টও অনুভব করেন। ডেভিড যদি আপনি শুনতে পান তবে একটাই কথা বলি আপনি ভাল খেলুন। ২৫ বলে ৫০ রানমের মতো ইনিংস খেলুন। যসস্বী জয়সওয়ালের থেকে শিখুন। তিনি কিন্তু ২৫ েবলে ৫০ রান করেছেন। যদি সেটা আপনি করতে না পারেন তবে আপপিএল খেলতে আসতে হবে না”।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ১৯৯ রান করেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট খুইয়েছিল দিল্লি ক্যাপিটালস। ললিত যাদবের সঙ্গে ডেভিড ওয়ার্নার একটা পার্টনারসিপ গড়ে তুললেও, তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি অর্ধশতরান করেও , সেই আক্রমণাত্মক মেজাজে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। তাঁর ধীর গতির সেই পারফর্ম্যান্সি মেনে নিতে পারছেন না বীরেন্দ্র সেওয়াগ।

The post ডেভিড ওয়ার্নারের সমালোচনায় সরব বীরেন্দ্র সেওয়াগ appeared first on CricTracker Bengali.

Exit mobile version