BJ Sports – Cricket Prediction, Live Score

ডাব্লুউপিএলের মতো এবার থেকে আইপিএলেও নো বল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য ডিআরএস ব্যবহার করা যাবে

 ডাব্লুউপিএলের মতো এবার থেকে আইপিএলেও নো বল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য ডিআরএস ব্যবহার করা যাবে

#image_title

WPL and IPL Logo (Image Source: Twitter)

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রথম কয়েকটি ম্যাচের মধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে এর জনপ্রিয়তা দ্বিগুন হয়ে গেছে। ডাব্লুউপিএলে এখনও অবধি তিনটি ম্যাচ খেলা হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্জ নিজেদের প্রথম ম্যাচ জেতায় আপাতত নিশ্চিন্ত রয়েছে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ম্যাচ এবং গুজরাট জায়ান্টাস পরপর দুই ম্যাচ হেরে গিয়ে খানিকটা চাপে রয়েছে। তবে এখন লীগ সবে শুরু হয়েছে। তাই তাদের কাছে এখনও কামব্যাক করার সুযোগ রয়েছে।

নিয়মনীতিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার কারণে প্রথমবারের জন্য টি-২০ লীগে খেলোয়াড়রা নো বল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য ডিআরএসের ব্যবহার করতে পারবেন। উইমেন্স প্রিমিয়ার লীগ হল প্ৰথম প্রতিযোগিতা যেখানে এই নিয়মটির বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন আইপিএলেও আমরা এই নিয়ম দেখতে পাব।

রিলিজের মাধ্যমে নতুন নিয়মটির ব্যাপারে জানাল ডাব্লুউপিএল

একটি রিলিজের মাধ্যমে ডাব্লুউপিএল জানিয়েছে, “কোনো ব্যাটসম্যান আউট হয়েছেন কি হননি সেই ব্যাপারে একজন খেলোয়াড় মাঠে উপস্থিত আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তকে রিভিউয়ের জন্য আবেদন করতে পারেন, ‘টাইম আউট’ (প্লেয়ার রিভিউ) বাদ দিয়ে,”

এতে আরও বলা হয়, “একজন খেলোয়াড় নো বল কিংবা ওয়াইড বলের ব্যাপারে মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের জন্যও আবেদন জানাতে পারবেন।”

এই নিয়মটি সুবিধা ব্যবহার করতে আমরা ডাব্লুউপিএলের প্ৰথম ম্যাচেই দেখতে পেয়েছি। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টাসের ম্যাচে সাইকা ইসহাকের একটি বলকে আম্পায়ার ওয়াইড বলে ঘোষণা করেছিলেন। কিন্তু রিভিউ নেওয়ার পর সেই সিদ্ধান্ত বাতিল হয়।

প্ৰথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও আমরা এই নতুন নিয়মের ব্যবহার হতে দেখি। দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ভারতীয় ব্যাটিং তারকা জেমিমাহ রড্রিগেস মেগান শুটের একটি ফুলটস নো বল কিনা তা যাচাই করার জন্য রিভিউ নেন। তবে এক্ষেত্রে মাঠে উপস্থিত আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

পরপর দুটি ম্যাচে এই নিয়মের ব্যবহার হতে দেখে বোঝাই যাচ্ছে যে ক্রিকেটের নিয়মাবলীতে এটির সংযুক্ত হওয়া বোলার এবং ব্যাটসম্যান উভয়ের জন্যই কতোটা জরুরি ছিল। আইপিএলেও আমরা এই নিয়মের ব্যবহার হতে দেখব তা একদম নিশ্চিত। কারণ ক্রিকেটে প্রতিটি রান এবং প্রতিটি বল খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল এই একটি রান বা বলই অনেকসময় ঠিক করে।

The post ডাব্লুউপিএলের মতো এবার থেকে আইপিএলেও নো বল এবং ওয়াইড বলের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য ডিআরএস ব্যবহার করা যাবে appeared first on CricTracker Bengali.

Exit mobile version