MS Dhoni. (Photo Source: Twitter)
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এবার শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। প্রায় তিন বছর পর ফের স্বমহিমায় ঘরের মাঠে ফিরতে চলেছে আইপিএল। াইপিএলের ম্যাচ গিরে এখন তেকেই উত্তেজনমার পারদ তুঙ্গে। বৃহস্পকিবারই চেন্নাই সুপার কিংস শিবিরে শিবিরে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার শুধুই ক্যাপ্টেন কুলের মাঠে নামাপ অপেক্ষায় সকলে। আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে আইপিএল। শোনাযাচ্ছে এবারই নাকি কেরিয়ারের শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ঘিরেও যে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।
আইপিএলের উদ্বোধবী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টািটান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই হার্জিক পান্ডিয়া বনাম ক্যাপ্টেন কুলের লড়াই ঘিরে চর্চাযে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই আইপিএলই হয়ত খেলোয়াড় হিসাবে ধোনির শেষ আইপিএল হতে চলেছে। কেরিয়ারের শেষ আইপিএলকে তিনি যে স্মরণীয় করে রাখতে চাইবেন তাও যথেষ্ট স্পষ্ট। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার চেন্নাই সুপারক কিংস শিবিরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।
২০২১ সালে এমএস ধোনির নেতৃত্বে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস
সিএসকে সমর্থকদের যে তাঁকে ঘিরে এই মুহূর্তে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। শে,বার ২০২১ সালে আইপিএল জিতেছিলেন মহেন্দির সিং ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনালে ম্যাচ জিতে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিো ২০২২ সালটা খুব একটা ভাল যায়নি চেন্নাই সুপারক কিংসের। সেই মরসুমেও এসএস ধোনির ব্যাট থেকে ফিনিশারের পারফর্ম্যানম্স দেখা গেলেও, চেন্নাই সুপার কিংসকে নক আউট পর্বে পৌঁছে জেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।
Fan Favourite💛#DencomingDay #VaaThala pic.twitter.com/j5MUHr7jG8
— Chennai Super Kings (@ChennaiIPL) March 2, 2023
গ্রুপ পর্বেই থামতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। সেইসঙ্গে গতবারের আইপিএল সুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বেও ছেড়ে দিয়েছিলেন তিনি। রবীন্দ্র জাদেজার কাঁধেই উঠেছিল সেই দায়িত্ব। যদিও জাদেজার হাত ধরে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স তেমন ছিল না। প্রতিযোগিতার মাঝপথেই ফের নাটকীয়ভাবে নেতৃত্বের দায়িত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধেই এসেছিল। জাদেজাই সেই দায়িত্ব আবার ফিরিয়ে দিয়েছিলেন এম এস ধোনির কাঁধে।
প্রতিযেগিতা শুরু প্রায় এক মাস আগেই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আসন্ন আইপিএলে জয়ের নীলনক্সা যে তিনি এখন থেকেই কষতে শুরু করে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে এই মরসুমই কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে মহেন্দ্র সিং ধোনি। আইপিএল কেরিয়ারের সায়াহ্নে চ্যাম্পিয়নের তকমা নিয়ে ধোনি মাঠ ছাড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি appeared first on CricTracker Bengali.