Jason Roy. ( Image Source: KKR )
ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামার আগেই জেসন রয়কে দলে নেওয়ার খতা ঘোষণা করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই থেকেই অপেক্ষাটা ছিল এই তারকা ব্রিটিশ ক্রিকেটারের কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার। রবিবার আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।দল পৌঁছনোর আগেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন জেসন রয়। শনিারই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার জন্য আহমেদাবাদে পৌঁছল তারকা ব্রিটিশ ক্রিকেটার জেসন রয়। এখন শুধুই নাইটদের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে মিনি নিলামে সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির। তবে আইপিএল শুরু হওয়ার আগে তেকেই একটা সাকিব আল হাসানের নাইট রাইডার্সের হয়ে খেলা নিেয়ে একটাজল্পনা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আইপিএল শুরু হওয়ার পরই সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনা আরও জোড়ালো হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের পরই শেষপর্যন্ত এবারের আইপিএল থেকে সরে যান সাকিব আল হাসান।
এবারের আইপিএলে ২.৮ কোটি টাকায় নাইট শিবিরে এসেছেন জেসন রয়
সেই জায়গাতেই নতুন ক্রিকেটার বেছে নিতে খুব একটা বেশী দেরী করেনি কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসনের জায়গাতেই এবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছেন জেসন রয়। আর এই খবর যে নাইট সমর্থকদের অনেকটাি স্বস্তি দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই সময় থেকেই তাঁর ভারতের মাচিতে পা রাখার অপেক্ষা শুরু হয়েছিল। শনিবারই আহমেদাবাদে কলকাতা নাইটরাইডার্স শিবিরে যোগ দিয়েছেন এই ব্রিটিশ তারকা ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক চললে রবিবারই নাইট রাইডার্সের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছেন জেসন রয়।
এবারের আইপিএলে প্রথম ম্যাচে জিততে না পারলেও, ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই দুরন্ত কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাউডার্স। সেখানেই বিরাট জয় তুলে েনিয়েছিল কলকতার নাইট বাহিনী। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই দুরকন্ত পারফর্মযান্স প্রদর্শন করেছিল তারা। ব্যাটিংয়ে অসাধার পারফর্ম্যান্স দেখিয়ে ম্যাচের শেরার সিরোপা ছিনিয়ে নিয়েছিলেন শার্দূল ঠাকুর।
বোলিংয়েও অসাধারণ ফর্মে ছিল কলকাতা নাইট রাইডারসের বোলাররা। সুরু থেকেই সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবহং সূয়শ শর্মারা ছিলেন বিধ্বংসী মেজাজে। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল তারা। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেই ধারককা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের আগে জেসন রয়ের নাইট শিবিরে যোগ দেওয়ায় তাদের আত্মবিশ্বাস যে অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
The post গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে নাইট শিবিরে যোগ দিলেন জেসন রয় appeared first on CricTracker Bengali.