David Miller. (Photo Source: IPL/BCCI)
গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। অবশেষে সেটাই হল। গুজরাত টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ডেভিড মিলার। মহ্গলবার নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। আগামী ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই খেলতে পারবেন না ডেভিড মিলার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিম আফ্রিকা। সেই সিরিজের জন্যই এবারের আইপিএলের প্রথম ম্যাচে দেখা যাবে না ডেভি মিলারকে। সেই কারণেই একরাশ হতাশা ঝড় পড়ল ডেভিড মিলারের মুখ থেকে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটো একদিনের ম্যাচের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। দত মরসুমে গুজরাত জায়ান্টসের হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেছিলেন ডেভিড মিলার। গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর অবদান চিল অনস্বীকার্য। এবারও যে গুজরাকত টাইটান্স ডেভিড মিলারের ওপর অনেকটাই বেশী দায়িত্ব দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রথম ম্যাচেই এই তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে। গুজরাত টাইটান্সের সঙ্গে ডেভিড মিলারও যে হতাশ তা বলাই বাহুল্য।
৩১ মার্চ নেদারল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে নামবেন ডেভিড মিলার
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই সিরিজ দক্ষিণ আফ্রিকার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণ দলের কোনও ক্রিকোরদেরই সেই সম. তারা ছাড়তে নারাজ। কারণ আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য এই সিরিজই দক্ষিণ আফ্রিকার কাছে ছাড়পত্র যোগার করে দেবে, ৩১ মার্চ ও ২ এপ্রিল, এই দুদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেজন্যই প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে না ডেভিড মিলারকে। প্রথম ম্যাচে না খেলতে পারার জন্য আক্ষেপের সুর ডেভিড মিলারের গলাতেও।
এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “তারা সকলেই যথেষ্ট হতাশ। কারণ আহমেদাবাদের মতো জায়গায় খেলাটা সবসময়ই একটা গুরুত্বপূর্ণ ব্যপারক তাদের কাছে। বিশেষ করে ম্যাচ যখন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচে না থাকতে পারার জন্য অবশ্যই আমিও যথেষ্ট হতাশ। একইসঙ্গে দেশের জার্সিতে খেলাটা আমার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই দুই ম্যাচ আমাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই আমার মনে হয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী দলই বেছে নেওয়াটা দরকার। আমি একটি ম্যাচই মিস করব। তাতে অবশ্যই আমারপ মধ্যেও হতাশা রয়েছে। কিন্তু কিছুই করার নেই”।
আগীমী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস।
The post গুজরাত জায়ান্টসের হয়ে প্রথম ম্যাচে নামতে না পারার জন্য হতাশ ডেভিড মিলার appeared first on CricTracker Bengali.