India Team. ( Image Source: BCCI )
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই স্বস্তির আবহ ভারতীয় শিবিরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই অন্যদিকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে শ্রীলঙ্কা। সেই সিরিজের ওপরই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ নির্ভর করছিল। সোমবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ছাড়পত্র পাকা করে ফেলল ভারত।
সোমবার সকাল থেকেই ভারতের ম্যাচের সহ্গে সকলের নজর ছিল নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা টেস্টের দিকে। এদিন শ্রীলঙ্কা জিততে পারলেই চাপ বাড়ত ভারতীয় শিবিরের ওপর। শেষপর্যন্ত স্ব্তির হাসি ভারতের মুখে। কেন উইলিয়ামসনের দুর্ধর্ষ সেঞ্চুরীতে ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ উইকেট জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। সেই জয়ের সঙ্গেই দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা পাকা করে ফেলল টিম ইন্ডিয়া। তাতেই আপ্লুত সকলে।
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে ভারত
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিন দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়ে কঠিন চ্যালেঞ্জ চুড়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাঁর শতরানে ভর করেই কিউইদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। শেষদিন শ্রীলঙ্কার পেসাররাই ছিল তাদের প্রধান ভরসা। তবে ক্রাইস্টচার্চে শুরুর দিকে খানিকটা বৃশ্টিই এদিন বোধহয় শ্রীলঙ্কার পরকিল্পনা ভেস্তে দিয়েছিল। এরপরই মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একে হাতেই প্রতিরোধ গড়ে তোলার কাজটা শুরু করেছিলেন কেন উইলিয়ামসন।
India have qualified for the World Test Championship final!
They’ll take on Australia at The Oval for the #WTC23 mace!
More: https://t.co/75Ojgct97X pic.twitter.com/ghOOL4oVZB
— ICC (@ICC) March 13, 2023
নিউ জিল্যান্ডের বাকি ক্রিকেটাররা কিন্তু সেভাবে শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। সেখানেই একা হাতে লড়াইটা চালিয়ে গিয়েছেন কেন উইলিয়ামসন। তাঁর সেঞ্চুরী ইনিংসে ভর করেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। শেষদিন ছিল হাড্ডহাড্ডি একটা লড়াই। খেলা গড়িয়েছিল শেষ বল পর্যন্ত। কিন্তু কেন উইলিয়ামসনের সামনে মাথা তুলে দাঁড়াতে ব্যর্থই হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ১৯৪ বলে ১২১ রানের সেঞ্চুরী ইনিংসে নিউ জিল্যান্ডকে যেমংন জয় এনে দিলেন তিনি। সেইসঙ্গেই তাঁর সেঞ্চুরী ইনিংসই ভারতীয় দলকেও পৌঁছে দিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের শেষ টেস্ট ড্র হওয়ার পথে। সেজন্য নিউ জিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ওপরই ভারতীয় দলের ভাগ্য নির্ভর করছিল। সেখানেই শেষপর্যন্ত কেন উইলিয়ামসনের সেঞ্চুরী ইনিংস ভারতের রাস্তা খুলে দিল। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পি.নশিপের ফাইনালে পৌঁছেছিল ভারত। সেখানে কিউইদের বিরুদ্ধে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে জিতে টেস্ট চ্যাম্পিয়ন ভারত হতে পারে কিনা সেটাই দেখার।
The post কেন উইলিয়ামসনের ম্যাচ উইনিং সেঞ্চুরীতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত appeared first on CricTracker Bengali.