Sunil Narine. (Image Source: IPL/BCCI)
আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। আগামী ৩১ মার্চ শুরু থেকে হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলে যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। সেই প্রতিযোগিতায় নামারপ আগেই খানিকটা স্বস্তির আবহ নাইট রাইডার্স শিবিরে। তার কারণ সুনীল নারিনের দুরন্ত ফর্ম। কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন সুনীল নারিন। প্রতিপক্ষ শিবিরের সাত উইকেট একাই তুলে নিলেন তিনি। আর এই খবর যে নাইট রাইডার্স শিবিরে স্বস্তি এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না।
টি অ্যান্ড টি প্রিমিয়ার বোর্ড ক্রিকেট ডিভিশনে নেমেছেন সুনীল নারিন। সেখানে কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব শিবিরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বোলার। তাঁর দুর্ধর্ষ স্পিন ম্যাজিকের স্বাক্ষী গোটা বিশ্ব। বিস্ময় স্পিনার হিসাবেই পরিচিত তিনি ক্রিকেট বিশ্বে। বরাবি কলকাতা নাইট রািডার্সের হয়ে আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করে এসেছেন তিনি। এবারও তাঁর ওপরই ভরসা রেখেছে নাইট রাইডার্স। তাঁর স্পিনের ধার যে এটতুকু কমেনি তা বলার অপেক্ষা রাখে না।
২৫ মার্চ কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার কথা সুনীল নারিনের
কুউন্স পার্কের হয়ে তাঁর পারফরম্যান্স দেখার পর এখন অনেকটাই স্বস্তিতে থাকতে পারবে কলকাতা নাইট রাইডার্স শিবির। টি অ্যান্ড টি প্রিমিয়ার বোর্ড ক্রিকেট ডিভিশনের মঞ্চে রোড ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব। পোর্ট অব স্পেনের বাইশগজে এদিন শুধুই দেখা গেল সুনীল নারিনের স্পিনের ম্যাজিক। আর তাতেই কার্যত বিধ্বস্ত প্রতিরপক্ষ শিবির। তাঁর বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল এদিন প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইনআপ। একাই সাত উইকেট তুলে নিয়ে ফের একবার গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন সুনীল নারিন। সেইসঙ্গে স্বস্তি দিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে।
এই ম্যাচ খেলার কথা অবশ্য সুনীল নারিনের ছিল না। কিন্তু বিমান দেরী হওয়ায় এই ম্যাচে নেমেছিলেন সুনীল নারিন। সেখানেই তাঁর বোলিংয়ে চমকে গিয়েছিলেন সকলে। সুনীল নারিনের স্পিনের জাদুর সামনে মাত্র ৭৬ রানেই শেষ হয়ে গিয়েছিল প্রতিপক্ষ শিবির। সেখানেই সাত উইকেট নিজের ঝুলিতে তুলে নিয়েছেন এই তারকা ক্যারিবিয়ান স্পিনার।
এবারের আইপিএলে মোহালীতে যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সুনীল নারিনের এই পারফর্ম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট। কলতাতা নাইট রাইডার্সের হয়ে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন সুনীল নারিন। এবারের আইপিএলে নাইট রাইডার্স শিবিরে নেই শ্রেয়স আইয়ার। অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে নারিনের কাঁধে যে দায়িত্ব বেশী থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। নারিনের শিবিরে যোগ দেওয়ার অপেক্ষায় সকলে।
The post কুউন্স পার্কের হয়ে সুনীল নারিনের সাত উইকেট, স্বস্তির আবহ নাইট শিবিরে appeared first on CricTracker Bengali.