Gautam Gambhir (Photo Source: Disney+Hotstar)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও তার ব্যাটিংয়ের ধার যে কমেনি সে কথা এলএলসি মাস্টার্সে ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি এলএলসিতে ইন্ডিয়ান মহারাজাস দলকে নেতৃত্বও দিচ্ছেন।
১৪ই মার্চ, মঙ্গলবার দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে এলএলসি মাস্টার্সের চতুর্থ ম্যাচে এশিয়ান লায়ন্সকে ১০ উইকেটে পরাজিত করেছে ইন্ডিয়ান মহারাজাস। গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা মিলে ১৫৯ রানের পার্টনারশিপের হাত ধরে খুব সহজেই এশিয়ান লায়ন্সের ১৫৭ রানকে পেছনে ফেলে দেয় ইন্ডিয়ান মহারাজাস। উথাপ্পা ৩৯ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ৫টি ছয়। গম্ভীর ১২টি চার সহ ৩৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।
গৌতম গম্ভীর এলএলসিতে অসাধারণ ফর্মের সাথে ব্যাটিং করছেন। এই অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার এলএলসি মাস্টার্সের চলতি মরসুমে ইতিমধ্যেই টানা তিনটি অর্ধশতরান করে ফেলেছেন। প্ৰথম ম্যাচে এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে তিনি দলের হয়ে সর্বোচ্চ রান করেন। ইন্ডিয়ান মহারাজাসের ৬১ রান করে এই ম্যাচে অপরাজিত ছিলেন। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ওয়ার্ল্ড জায়ান্টাসের বিরুদ্ধে তিনি ৪২ বলে ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।
এলএলসি মাস্টার্সে প্রথম জয় পেল ইন্ডিয়ান মহারাজাস
নিজেদের তৃতীয় ম্যাচে এশিয়ান লায়ন্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান মহারাজাস। এশিয়ান লায়ন্স স্কোরবোর্ডে ২০ ওভারে ১৫৭ রান তুলতে সক্ষম হয়েছিল। এশিয়ান লায়ন্সের দুই শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশান ৭৩ রানের পার্টনারশিপ করেন। তবে এত ভালো শুরু হওয়ার পরেও শেষমেশ স্কোরবোর্ডে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি এশিয়ান লায়ন্স।
এই ম্যাচে উপুল থারাঙ্গা ৪৮ বলে ৬৯ এবং তিলকরত্নে দিলশান ২৭ বলে ৩২ রান করেন। এরপরে শুধুমাত্র আব্দুর রাজ্জাকের ১৭ বলে ২৭ রান বাদে আর কেউ ব্যাট হাতে তেমন রান পাননি। সুরেশ রায়না ২টি উইকেট নেন এবং হরভজন সিং, প্রবীণ তাম্বে এবং স্টুয়ার্ট বিনি ১টি করে উইকেট নেন।
গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার দুর্দান্ত ইনিংসের সাহায্যে ৪৫ বল বাকি থাকতেই এই ম্যাচ জিতে নেয় ইন্ডিয়ান মহারাজাস। ১৫ই মার্চ, বুধবার ওয়ার্ল্ড জায়ান্টাসের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ইন্ডিয়ান মহারাজাস।
The post এলএলসি মাস্টার্সে টানা তিনটি অর্ধশতরান করলেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.