BJ Sports – Cricket Prediction, Live Score

এবারের আইপিএলে পৃথ্বি শ-কে নিয়ে আশাবাদী রিকি পন্টিং

 এবারের আইপিএলে পৃথ্বি শ-কে নিয়ে আশাবাদী রিকি পন্টিং

#image_title

Prithvi Shaw and David Warner. (Source: IPL/BCCI)

হাতে আর এক সপ্তাহও সময় নেই। এরপরই শুরু হতে চলেছে ক্যাশরিচ লিগ। সেখানেই নামার গে পৃথ্বি শ-কে নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং। প্লে্ফেরগনডী বহুবার পার করলেো এখন পর্যন্ত আইপিএল ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। ১৬ তম আইপিেল চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য রিকি পন্টিংয়ের। সেই লক্ষ্যেই তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-কে নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া ক্রিকেট েদলের অন্যতম সফল অধিনায়কের। ঋষভ পন্থের অনুপস্তিতিতে পৃথ্বি শকে েনিয়ে আসা বাড়ছে তাঁর।

রিকি পন্টিংয়ের মতে এই মরসুমটাই নাকি পৃথ্বি শয়ের সেরা আইপিেল মরসুম হতে চলেছে। গতবছর আইপিএলের মঞ্চে দিল্লি ক্যাপিটালসের েহয়ে ভাল পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছিলেন  ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বি শ। দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারের অন্যতম ভরসা পৃথ্বি শ। টি টোয়েন্টির মঞ্চে সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসেন এই তরিণ ক্রিকেটার।  এবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও পৃথ্বি শয়ের ব্যাট থেকে সেই পারফরম্যান্সই দেখার অপেক্ষায় রয়েছেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং।

২০২১ সালে আইপিএলের মঞ্চে ১৫ ম্যাচে ৪৭৯ রান করেছিলেন পৃথ্বি শ

এথনও পর্যনম্ত আইপিেলের মঞ্চে ২০২১ সালটা সেবচেয়ে বেশী ভাল গিয়েছে ভারতের এই তরুণ ক্রিকেটারের। দিল্লি ক্যাপিটালসের েহয়ে সেবার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটে সেবার দেখা গিয়েছিল রানের ঝড়। ২০২১ সালে আইপিএলের ম়ঞ্চে ১৫ ম্যাচ খেলে ৪৭৯ রান করেছিলেন পৃথ্বি শ।  সেই মরসিুমে আইপিএলে তাঁর গড় ছিল ৩১.৯৩।  দিো২০২২ সালে সেই পারফরম্যামন্স দেখাতে পারেননি পৃথ্বি শ। যদিও তাঁকে নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস কোচ পৃথ্বি শ।

মরসুম শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের কোচ জানিয়েছেন, “আমার মনে হয় এই মরসুমে আমরা আসল পৃথ্বি শকে দেখতে চেলেছি। তাঁকে আমি যতবার দেখেছি েবার যেন শারীর্ক ভাবে সবচেয়ে ভালরয়েছেন তিনি। তাঁর আচরণ নিয়ে ইতিমধ্যেই পৃথ্েবি শয়ের সঙ্মগে আমার কথাবার্তা হয়ে গিয়েছে।  কোন পথে এগোবেন তিনি সেই কথাও হেয়ে গিয়েছে। আমার এই মুহূর্তে মানতে কোনও দ্বিধা নেই যে এবারের আইপিএলের মরসুমটা অন্যতম সেরা হতে চলেছে। অন্যান্য মরসুমের থেকে এবার যে তাঁর মধ্যে খিদেটা অনেক বেশী তা বলার অপেক্ষা রাখে না”।

ঘরোয়া লিগে এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন পৃথ্বি শ।  যদিও বারতীয়েদলে সুযোগ পাননি তিনি. তা নিয়ে কম আলোচনা চলছে না। এই আইপিএলের মঞ্চ দিয়েই যেতিনি ভারতীয় দলে নিজের সুযোগ করে নিেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। আগমী ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস।

The post এবারের আইপিএলে পৃথ্বি শ-কে নিয়ে আশাবাদী রিকি পন্টিং appeared first on CricTracker Bengali.

Exit mobile version