Cameron Green. (Photo by Quinn Rooney/Getty Images)
ভারতের কাছে পরপর দুই ম্যাচ হার। সেইসঙ্গে চোট আগাতে জেরবার অস্ট্রেলিয়া শিবির। এমন পরিস্থিতিতেই অস্ট্রেলিয়া শিবিরের জন্যখানিকাট স্বস্তির খবর দিলেন ক্যাম্যারণ গ্রীণ। প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি। হাতের আঙুলের চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন ক্যামরণ গ্রীণ। এমন চাপের পরিস্থিতির মধ্যে ক্যামের গ্রীণের সুস্থ হয়ে ওঠার সংবাদ যে অস্ট্রেলিয়া শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
আঙুলের চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি ক্যামের গ্রীণ। দ্বিতীয় টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠলেও তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। শুক্রবার নিজেই তাঁর সুস্থতার কথা ঘোষণা করেছেন এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এখন তিনি একশো শতাংশ সুস্থ রয়েছেন। ইন্দোরে তৃতীয় টেস্টেই ভারতের বিরুদ্ধে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। তাতেই স্বস্তির আবহ এখন অস্ট্রেলিয়া শিবিরের অন্দরে।
আঙুলের চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ছিলেন না ক্যামেরণ গ্রীণ
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই আঙুলে বড়সড় চোট পেয়েছিলেন ক্যামেরণ গ্রীণ। আঙুলের হাংড়ে হাল্কা চিড় ধরার ফলেই সিই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ক্যামেরণ গ্রীণ। ভারতের বিরুদ্ধেও প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তিনি। শেষপর্যন্ত এবার স্বস্তির খবর দিলেন খোদ ক্যামেরণ গ্রীণই। সবকিছু ঠিকঠাক চললে এই তৃতীয় টেস্টেই ফিরতে চলেছেন ক্যামেরণ গ্রীণ।
ইএসপিএন ক্রিকইনফোকে তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অজি শিবিরে ফেরার জন্য আমি অনেকটাই কাছাকাছি ছিলাম। তবুও বিশেষ ঝুঁকি আমি নিতে চাইনি। একেবারে সম্পূর্ণ সুস্থ হয়েই এই সিরিজে ভারতীয় দলের বিরুদ্ধে ফিরতে চেয়েছিলাম। একটা বাড়তি সপ্তাহ আমায় পুরোপুরি সেরে উঠতে অনেকটাই সাহায্য করেছিল। এখন আমি একশো শতাংশ সুস্থ রয়েছি তৃতীয় টেস্টে ফেরার জন্য।
তৃতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গিয়েছেন খোদ অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বোলিং অপশন য়ে কমে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতেই ক্যামের গ্রীণের অস্ট্রেলিয়া শিবিরে প্রত্যাবর্তন প্যাট কামিন্সের অভাব অনেকটাই পূরণ করতে পারবে। সেইসঙ্গে এই ক্রিকেটারের ভারতের মাটিতে সাফল্যও রয়েছে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ক্যামেরক গ্রীণ সাহায্য করতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post একশো শতাংশ সুস্থ ক্যামেরণ গ্রীণ, ইন্দোরেই ভারতের বিরুদ্ধে ফিরতে চলেছেন তিনি appeared first on CricTracker Bengali.