Shreyas Iyer. ( Image Source: Hotstar)
ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে বাইশগজে দাপট দেখাতেই সবসময় দেখা যায় শ্রেয়স আইয়ারকে। কিন্তু আহমেদাবাদে এবার এক অচেনা শ্রেয়স আইয়ারকে দেখলেন সকলে। অজি ব্যাটারদের বিরুদ্ধে আহমেদাবাদে বোলিং করলেন শ্রেয়স আইয়ার। দেশের জার্সিতে তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও এঅ ছবি একেবারেই বিরল। আহমেদাবাদে পাটা পিচ। শুরু থেকেই ব্যাটারদের দাপট রয়েছে এখানে। বোলাররা বারবার ব্যর্থ হওয়ার পর হঠাত্ই বল হাতে আক্রমণের জন্য এদিন শ্রেয়স আইয়ারকে বেছে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
ক্রিকেটে বহুক্ষেত্রেই এমন চমক দেখা গিয়েছে। বিশেষ করে পমিরাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এমন নানান চমক দেওয়ার জন্য সবচেয়ে বিখ্যাত। সেই পথেই এদিন হাঁটার চেষ্টা করেছিলেন রোহিত শর্মাও। বোলাররা যখন পারছিলেন না সেই সময় স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজার পার্টনারশিপ ভাঙার জন্য হঠাত্ই শ্রেয়স আইয়ারকে বোলিং আক্রমণে নিয়ে এসেছিলেন। যদিও সেই চমক কাজে লাগেনি। মাত্র এক ওভারই বোলিং করেছিলেন এদিন শ্রেয়স আইয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ওভার বোলিং করে ২ রান দিয়েছেন শ্রেয়স আইয়ার
তবে রোহিত শর্মার এমন সিদ্ধান্ত নিয়ে আরও নানান প্রশ্ন উঠতেই পারে। বিশেষ করে ভারত বনাাম অস্ট্রেলিয়া চলতি সিরিজে ভারতীয় স্পিনাররা সবচেয়ে সফল হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের দাপটের সামনে বেশীরভাগ ম্যাচেই হার মানতে বাধ্য হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। পরপর তিন ম্যাচেই দেখা গিয়েছিল টার্নিং উইকেট। সেখানে ভারতীয় দলের স্পিনারদের দাপটও ছিল দেখার মতো। যদিও বহু বিতর্কের পর আহমেদাবাদে পাটা পিচই প্রস্তুত হয়েছে। সেখানে প্রথম দিন মাত্র চার উইকেটই তুলতে পেরেছেন ভারতীয় বোলাররা।
সেই পরিস্থিতিতে শ্রেয়স আইয়ারকে দিয়ে রোহিত শর্মার বোলিংয়ের সিদ্ধান্ত কিন্তু অনেক প্রশ্নই তুলে দিতে পারে। তবে কী গত তিন ম্যাচে বোলারদের থেকেও পিচই প্রধান অস্ত্র ছিল ভারতীয় দলের? কারণ আহমেদাহাদের প্রথম দিন স্পোর্টিং উইকেটে ভারতীয় তারকা বোলারদের ব্যর্থতাকে সঙ্গী করেই সাজঘরে ফিরতে হয়েছে। সেইসঙ্গে উইকেটের খোঁজে শ্রেয়স আইয়ারের মতো একজনকে রোহিত শর্মার হঠাত্ ব্যবহার, বোলারদের ব্যর্থতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতেই পারে। আবার অস্ট্রেলিয়ার ব্যাটারদের হঠাত্ চমকে দেওয়ার জন্যও শ্রেয়স আইয়ারকে ব্যবহার করতে পারেন রোহিত শর্মা। বহুক্ষেত্রে এমন স্ট্র্যাটেজি কিন্তু কাজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
এদিন ম্যাচের ৬২ তম ওভারে হঠাত্ই রোহিত শর্মা শ্রেয়স আইয়ারকে বোলিং করার জন্য বেছে নিয়েছিলেন। সেই ছবি দেখার পরই কার্যত চমকে গিয়েছিলেন সকলে। শ্রেয়স আইয়ারকে ব্যাট হাতে বাইশগজে নানান কীর্তি গড়তে দেখা গিয়েছে। কয়েকমাস আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরীও পেয়েছিলেন তিনি। কিন্তু বল হাতে তাঁকে দেখতে পাওয়াটা খুবই বিরল। এদিন অবশ্য এক ওভারই বোলিং করেছেন শ্রেয়স আইয়ার।
The post উইকেটের খোঁজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলারের ভূমিকায় শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.