BJ Sports – Cricket Prediction, Live Score

ইডেনে কেকেআরের থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

 ইডেনে কেকেআরের থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া

#image_title

Aakash Chopra. (Photo Source: Instagram)

প্রায় চার বছর পর ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ শুরু হয়ার আগেই বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। ঘরের মাঠে খেলতে নামলেও ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইাডার্সকে নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেমন পারফরম্যান্স দেখিয়েছিল, সেই কথা মাথায় রেখেই বিরাট কোহলিদের এগিয়ে রাখছেন তিনি। যদিও ইডেনের পরিসংখ্যান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পক্ষেই রয়েছে।

যদিও আকাশ চোপড়া কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষেই ম্যাচের ফলাফল যাওয়ার ব্যপারে কথা বলছেন। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ্মযাচেই বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে সেই ম্যাচে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসির ব্যাটে দেখা গিয়েছিল রানের ঝড়। সেই পারফর্ম্যান্স দেখার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এগিয়ে রাখছেন আকেশ চোপড়া।

আইপিএলের প্রথম ম্যাচে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে ম্যাচ হলেও তাদের দলের তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি খানিকটা হলেও িচিন্তায় ফেলবে নাইট রাইডার্স শিবিরকে। জেসন রয়কে দলে নিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি। নীতিষ রানারক নেতৃত্বেই এবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষপর্যন্ত কী হবে তা তো ম্যাচ শেষ হওয়ার পরই বোঝা যাবে। এবারের আইপিএলে প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে  ডাকওয়ার্থ লুইসে হেরে গিয়েছিল তারা। কিন্তু নাইট রাইডার্স শিবিরে সেভাবে বড় রান করতে দেখা যায়নি কাওকে।

কাশ চোপড়া এই প্রসহ্গে জানিয়েছেন, “আমার মতে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে। সেই ্মযাচট জিতলেই পরপর দুই ম্যাচে জয় তুলে নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে পরপর দুই ম্যাচে হেরে যাবে কলকাতা নাইট রাইডার্স। সেটা কী হতে পারে। যদিও তা তো সময়ই বলবে। তবে আমার মনে হয় যে এমনটাই হতে চলেছে। আমার দ্বিতীয় প্রেডিকশন হল এই ম্যাচে মহম্মদ সিরাজ ও হর্,ল পটেল দুজনেই অন্তত তিন উইকেট করে তুলতে পারবেন। আমার মনে হয় এখানে স্পিনারদের থেকে পেস বোলাররা বাড়চি সুবিধা পাবে”।

কলকাতা নাইট রাইডার্স অবশ্য ইডেন গার্ডেন্সে এগিয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর থেকে। এবার দেখা যাক ইডেনে কী হয়। সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

The post ইডেনে কেকেআরের থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া appeared first on CricTracker Bengali.

Exit mobile version