Harmanpreet Kaur (Photo Source: Twitter/WPL)
মার্চ ১২, রবিবার ডাব্লুউপিএলের দশম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে পরাজিত করে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক হারমানপ্রিত কউরের ৩৩ বলে অপরাজিত ৫৩ রানের হাত ধরে ১৫ বল বাকি থাকতেই এই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
এই ম্যাচের ১১তম ওভার চলাকালীন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। অঞ্জলি সারভানির একটি বল মিস করার পর সেটি উইকেটে গিয়ে লাগলেও বেল না পড়ায় আউট হওয়া থেকে রক্ষা পান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হারমানপ্রিত কউর।
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং চলাকালীন ১১তম ওভারের তৃতীয় বলে লেগ সাইডের দিকে যাওয়া একটি বল গ্ল্যান্স করার চেষ্টা করেন হারমানপ্রিত। কিন্তু তিনি এই বলটি পুরোপুরিভাবে মিস করেন এবং ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক তথা উইকেটরক্ষক অ্যালিসা হিলি উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠেন। পুনরায় বলটি দেখার পর বোঝা যায় যে বলটি হারমানপ্রিত মিস করার পর সেটি উইকেটে লেগে তারপর অ্যালিসা হিলির হাতে যায়। উইকেটে বল লাগার পর বেলগুলি খাঁজ থেকে বেরিয়ে গেলেও মাটিতে পড়ে যায়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক আউট হয়ে গেছে ভেবে ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক বোলারের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু তারপর তিনি দেখেন বেলটি মাটিতে না পড়ে আবার যথা স্থানে বসে গেছে।
Talk about riding your luck edition, ft. @mipaltan captain @ImHarmanpreet!
Here’s what happened 🎥 🔽
Follow the match ▶️ https://t.co/yTrUlbUr5D#TATAWPL #UPWvMI pic.twitter.com/4eNDFbNBVu
— Women’s Premier League (WPL) (@wplt20) March 12, 2023
ডাব্লুউপিএলে টানা চারটি ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স
ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে এখনও অবধি অপ্রতিরোধ্য হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। একবার আউট হওয়া থেকে রক্ষা পাওয়ার পর সেই সুযোগটিকে হাতছাড়া করেননি হারমানপ্রিত কউর। তিনি ন্যাট সাইভার-ব্রান্টের সাথে মাত্র ৬১ বলে ১০৬ রানের পার্টনারশিপ করেন। যার ফলে এই ম্যাচটি খুব সহজেই জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
হারমানপ্রিত কউরের ৩৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং ১টি ছয়। ন্যাট সাইভার-ব্রান্ট ৩১ বলে অপরাজিত ৪৫ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে এই ম্যাচটি জেতার পাশাপাশি ডাব্লুউপিএলে এই নিয়ে টানা ৪টি ম্যাচ জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।
ইউপি ওয়ারিয়র্জ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। মুম্বাই ইন্ডিয়ান্স রান তাড়া করতে নেমে মাত্র ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ম্যাচটি জিতে নেয়।
The post ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে আউট হওয়া থেকে ভাগ্যক্রমে বাঁচলেন হারমানপ্রিত কউর appeared first on CricTracker Bengali.