Skip to main content

সর্বশেষ সংবাদ

আট মাস পরে ওয়ানডে দলে কামব্যাকের দিনে অনবদ্য ক্যাচ জাডেজার

 আট মাস পরে ওয়ানডে দলে কামব্যাকের দিনে অনবদ্য ক্যাচ জাডেজার

Catch by Ravindra Jadeja. (Image Source: Twitter)

ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁর অসামান্য ফিল্ডিং দক্ষতার জন্যও পরিচিত এবং আবারও অনবদ্য ক্যাচ নিয়ে তিনি প্রমাণ করলেন কেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে গণ্য হন। ১৭ই মার্চ, শুক্রবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডাইভিং ক্যাচ নিয়ে মার্নাস ল্যাবুশেনকে ড্রেসিং রুমে ফেরান জাডেজা।

শর্ট থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করার সময় জাডেজা ডান দিকে ঝাঁপ দেন এবং তাঁর অত্যাশ্চর্য ফিল্ডিং প্রচেষ্টার মাধ্যমে সমর্থকদের বিস্মিত করে দেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৩তম ওভারে ঘটনাটি ঘটেছিল যখন কুলদীপ যাদবের একটি শর্ট পিচ ডেলিভারি ল্যাবুশেন ব্যাক ফুটে কাট মারতে যান এবং বলটি তাঁর ব্যাটের প্রান্তে লেগে শর্ট থার্ড ম্যানের দিকে যায়।

তখনই জাডেজা ঝাঁপিয়ে দুই হাতে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এবং শেষ অবধি কেবল ডান হাত দিয়ে বলের কাছে পৌঁছতে সক্ষম হন। মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি আগেই ছোঁ মেরে ক্যাচটি সম্পূর্ণ করেন তারকা ফিল্ডার। জাডেজাকে ক্যাচ নিতে দেখে স্তম্ভিত হয়ে যান ব্যাটার ল্যাবুশেন (২২ বলে ১৫)।

বলের গতিপথ বিচার করার জন্য জাডেজার কাছে  খুব কম সময় ছিল এবং তাঁর ডাইভটি একেবারে সঠিক সময়ে এসেছিল এবং চমকপ্রদ ভঙ্গিতে ক্যাচটি নিতে সক্ষম হন জাডেজা। ক্যাচ সম্পূর্ণ করে অলরাউন্ডার স্পষ্টতই উচ্ছ্বসিত ছিলেন এবং বলটি নিরাপদে নিজের তালুবন্দী করার পরে উচ্ছ্বাসে উপরে ছুঁড়ে মারেন। এমন অসামান্য ক্যাচ দেখে তাঁর সতীর্থরা তাঁর দিকে ছুটে আসে এবং অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন।

What a catch by sir Jadeja#INDvsAUS #INDvAUS #AUSvIND #jadeja#CricketTwitter pic.twitter.com/VFJoz4Q1N5

— abhishek agrawal🇮🇳 (@abhishe92065110) March 17, 2023

বল হাতেও অবদান রাখেন জাডেজা

শুক্রবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আগ্রাসী ছন্দে ব্যাটিং শুরু করেছিল এবং মিচেল মার্শ প্রায় প্রতি ওভারে বাউন্ডারি মারছিলেন। মাত্র ৬৫ বলে ৮১ রান করেন মার্শ। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১০টি চার। তাঁকেও ড্রেসিং রুমে ফেরানোর ক্ষেত্রে অবদান রেখেছিলেন জাডেজা। একটি ডেলিভারি অফ স্টাম্পের অনেকটা বাইরে রাখেন জাডেজা এবং বল স্পিন হয়ে মার্শের থেকে আরও দূরে যায়। ব্যাটের বাইরের প্রান্তে লেগে বল চলে যায় শর্ট থার্ড ম্যানে অবস্থানরত মহম্মদ সিরাজের হাতে।

The post আট মাস পরে ওয়ানডে দলে কামব্যাকের দিনে অনবদ্য ক্যাচ জাডেজার appeared first on CricTracker Bengali.

আরো সর্বশেষ সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...