Shreyas Iyer. (Photo Source: IPL/BCCI)
আইপিএলের ১৬ তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জন্য সবথেকে চিন্তার বিষয় হল শ্রেয়াস আইয়ারের দলে না থাকা। পিঠে চোটের কারণে এই মরসুমে তিনি নাও খেলতে পারেন। তার অনুপস্থিতিতে নীতিশ রানাকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে কেকেআর।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে না পারার পর একটি গুজব শোনা যাচ্ছিল যে এবারের আইপিএলে তার খেলার কোনোরকম সম্ভাবনা নেই। তবে একটি বিবৃতির মাধ্যমে কেকেআর জানিয়েছে যে আইপিএলে শ্রেয়াসের খেলার ব্যাপারে তারা আশাবাদী।
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যে সমস্যাগুলির সম্মুখীন হতে পারে সেই ব্যাপারে নীচে আলোচনা করা হল।
অনভিজ্ঞ অধিনায়ক
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। আইপিএলে প্ৰথমবারের জন্য অধিনায়কত্ব করবেন তিনি। এত বড় মঞ্চে একটি দলকে নেতৃত্ব দেওয়া খুবই কঠিন কাজ। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অধিনায়কের সিদ্ধান্তের উপরেই অনেক কিছু নির্ভর করে। নীতিশ রানা দলকে কতোটা ভালোভাবে সামলাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
দুর্বল টপ অর্ডার
শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি অবশ্যই কেকেআরের টপ অর্ডারকে দুর্বল করবে। তিনি আগের মরসুমে কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান ছিলেন। তিনি ১৪টি ম্যাচ খেলে ৪০১ রান করেছিলেন। স্পিনের বিরুদ্ধে খুবই ভালো ব্যাটিং করেন তিনি। তাই মাঝের ওভার গুলিতে তিনি প্রতিপক্ষের স্পিনারদের সমস্যার মধ্যে ফেলতে পারতেন। তিনি থাকলে কেকেআরের ব্যাটিং বিভাগকে আরো বেশি শক্তিশালী দেখাতো।
সক্রিয় ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড়য়ের অভাব
শ্রেয়াস দলে থাকলে কেকেআর ব্যাটিং বিভাগে একজন সক্রিয় ভারতীয় খেলোয়াড়কে পেত। কিন্তু তিনি না থাকায় এই ব্যাটিং বিভাগে এই শূন্যস্থানটি তৈরি হবে। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় এমন কোনো ব্যাটসম্যান কেকেআরের ব্যাটিং অর্ডারে থাকলে তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হত।
বাঁ-হাতি এবং ডানহাতি ব্যাটসম্যানদের সংমিশ্রণ
কলকাতা নাইট রাইডার্স দলে অনেকজন বাঁ-হাতি ক্রিকেটার রয়েছেন। নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিন এবং সাকিব আল হাসান এনারা প্রত্যেকেই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই টপ বা মিডিল অর্ডারে একজন ডানহাতি খেলোয়াড়য়ের প্রয়োজন ছিল যাতে বাঁ-হাতি এবং ডানহাতি ব্যাটসম্যানদের মধ্যে একটি সংমিশ্রণ করা যায়। কিন্তু শ্রেয়াস আইয়ার দলে না থাকায় এই সুবিধাটিকে কাজে লাগাতে পারবে না কেকেআর।
The post আইপিএল ২০২৩: শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে কেন কেকেআরকে মুশকিলে পড়তে হতে পারে তার ৪টি কারণ appeared first on CricTracker Bengali.