BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ১৫: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ১৫: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ১০ই এপ্রিল, সোমবার, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ১৫তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মোকাবিলা করবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮১ রানে হেরেছিল। আরসিবির হয়ে ডেভিড উইলে ও কর্ণ শর্মা দুটি করে উইকেট নিলেও প্রথমে ব্যাট করে কলকাতা ২০৪/৭ তোলে। তারপর বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি ব্যাঙ্গালোরকে ভালো সূচনা এনে দিলেও তারা মাত্র ১২৩ রানে অল আউট হয়ে যায়।

লখনউ সুপার জায়ান্টস তাদের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে পাঁচ উইকেটে পরাজিত করেছে এবং এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রথমে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ মাত্র ১২১/৮ অবধি পৌঁছতে পেরেছিল ক্রূণাল পান্ডিয়ার তিন উইকেট এবং অমিত মিশ্রর দুই উইকেটের সৌজন্যে। এরপরে কেএল রাহুল ও ক্রূণাল এই মরসুমে দলের দ্বিতীয় জয়ে ব্যাট হাতে অবদান রাখেন এবং মাত্র ১৬ ওভারে এলএসজি লক্ষ্য তাড়া করেছিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গত মরসুমে তাদের দুটি ম্যাচই জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ফিন অ্যালেন, বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ডেভিড উইলে, কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, কেএল রাহুল (অধিনায়ক), ক্রূণাল পান্ডিয়া, নিকোলাস পুরান (উইকেটকিপার), দীপক হুডা, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড, রবি বিষ্ণোই, আভেশ খান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – দুই ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৯৬ রান রান করেছেন ১৭৪.৫৪ স্ট্রাইক রেটে। মাত্র দুই ইনিংসেই আটটি ছয় হাঁকিয়েছেন ডু প্লেসি।

বিরাট কোহলি – ডু প্লেসির সঙ্গে ওপেনিংয়ে নামা কোহলি দুই ইনিংস ১০৩ রান করেছেন ১৫৩.৭৩ স্ট্রাইক রেটে।

অলরাউন্ডার

ক্রূণাল পান্ডিয়া – বাঁ-হাতি স্পিনার ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি মিডল অর্ডারে নেমে ২৩ বলে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।

কাইল মেয়ার্স – ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ওপেনার তিন ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করে ১৩৯ রান সংগ্রহে রেখে সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় পঞ্চম স্থানে আছেন।

বোলার

ডেভিড উইলে – ইংল্যান্ডের পেসার এখনও অবধি মাত্র একটিই ম্যাচে সুযোগ পেয়েছেন এবং কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচে উইলে চার ওভারে একটি মেডেনসহ দুই উইকেট নিয়েছেন ১৬ রানের বিনিময়ে।

রবি বিষ্ণোই – তরুণ লেগ স্পিনার দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চার নম্বরে আছেন।

উইকেটকিপার

নিকোলাস পুরান – এখনও অবধি মাত্র ৪৫ বল খেলার সুযোগ পেলেও ইতোমধ্যেই ৫টি চার ও ৭টি ছক্কাসহ ১৭৫.৫৫ স্ট্রাইক রেটে ৭৯ রান করেছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কাইল মেয়ার্স (অধিনায়ক), ফাফ ডু প্লেসি (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রূণাল পান্ডিয়া, ডেভিড উইলে, মার্ক উড, কর্ণ শর্মা, রবি বিষ্ণোই।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ১৫: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version