BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩: নতুন জার্সি উন্মোচন করল দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৩: নতুন জার্সি উন্মোচন করল দিল্লি ক্যাপিটালস

#image_title

Delhi Capitals jersey. (Image Source: DC)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। ৩১শে মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। আসন্ন মরসুমের আগে দিল্লি ক্যাপিটালস ১৯শে মার্চ, রবিবার, তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।

‘রান ফর গুড’ ইভেন্টের সময় ফ্র্যাঞ্চাইজি আসন্ন মরসুমের জন্য দিল্লি তাদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে। ইভেন্টের সময় সাভেরা অ্যাসোসিয়েশনের শিশুরাও উপস্থিত ছিল এবং তারা নতুন কিটটি পরিধান করেছিল।

দিল্লি ক্যাপিটালস টুইটারে ইভেন্টের ছবি শেয়ার করে লিখেছে, “কিঁউ দিল্লি, ক্যাসা লাগা সারপ্রাইজ❓🤩 #NayiDilliKiNayiJersey এখানে রয়েছে 👕 শহরে উন্মোচিত, শহরের জন্য এবং শহরের সঙ্গে উন্মোচিত হল। আমাদের খেলোয়াড়দের সাথে আজকের সকালের #RunForGood ইভেন্টে সাভেরা অ্যাসোসিয়েশনের শিশুরা প্রথমবারের জন্য পোশকাটি পরল ❤️💙”

Kyu Dilli, kaisa laga surprise❓🤩#NayiDilliKiNayiJersey is here 👕

Launched in the city, for the city, and with the city. Children from the Savera Association were among the first to don the season’s new threads at this morning’s #RunForGood event with our players ❤️💙 pic.twitter.com/VDtJnmooTE

— Delhi Capitals (@DelhiCapitals) March 19, 2023

দিল্লি ক্যাপিটালস ১লা এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে এই মরসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে। অন্যদিকে, আইপিএল সময়সূচীতে ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচটি ৪ঠা এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হবে।

মিনি নিলামে দুই বিদেশী ও তিন ভারতীয়কে কিনেছে দিল্লি ক্যাপিটালস

২০২২-এর ডিসেম্বরে আসন্ন মরসুমের জন্য অনুষ্ঠিত মিনি-নিলামের সময়ে দিল্লি তাদের স্কোয়াডকে শক্তিশালী করতে পাঁচজন খেলোয়াড়কে নিয়েছিল। বিদেশীদের মধ্যে তারা ২ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ফিল সল্টকে কিনেছে এবং ৪.৬০ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাইলি রসৌকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে ও ইশান্ত শর্মার জন্যও বিড করেছিল ক্যাপিটালস এবং তাঁদের যথাক্রমে ২৪০ কোটি ও ৫০ লাখ টাকায় কিনেছে। বাংলার উদীয়মান পেসার মুকেশ কুমারের জন্য ৫.৫০ কোটি টাকা খরচ করেছে ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি ঙ্গিডি, মুস্তাফিজুর রহমান, আমান হাকিম খান , কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল, ইশান্ত শর্মা, ফিল সল্ট, মুকেশ কুমার, মণীশ পান্ডে, রাইলি রসৌ।

The post আইপিএল ২০২৩: নতুন জার্সি উন্মোচন করল দিল্লি ক্যাপিটালস appeared first on CricTracker Bengali.

Exit mobile version