BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: চেন্নাই সুপার কিংস – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ

 আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: চেন্নাই সুপার কিংস – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ

#image_title

Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের অন্যতম ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এখনও অবধি মোট চারবার শিরোপা জেতা দল পঞ্চম ট্রফির লক্ষ্যে আসন্ন আইপিএল ২০২৩-এ প্রতিদ্বন্দ্বিতা করবে। এই মরসুমে আইপিএল আবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আয়োজিত হওয়ায় সিএসকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ফিরে আসবে। স্থানীয় সমর্থকদের উপস্থিতি এবং চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচের কারণে সিএসকে সফল অভিযানের প্রত্যাশা করবে।

গত মরসুমে সিএসকের অভিযান অত্যন্ত খারাপ কেটেছিল এবং দশ দলের লিগে নবম স্থানে শেষ করেছিল। ১৪টি লিগ ম্যাচে সিএসকে মাত্র চারটিতে জিতেছিল। গত মরসুমের আগে অধিনায়ক নির্বাচিত হওয়া রবীন্দ্র জাডেজার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির বিবাদের কথা প্রকাশ্যে উঠে এসেছিল এবং ভারতীয় অলরাউন্ডার দলও ছাড়তে চেয়েছিলেন।

জাডেজাকে অধিনায়ক পদ থেকে সরিয়ে এমএস ধোনিকে পুনর্বহাল করা হয়েছিল এবং তাঁর মধ্যস্থতার কারণে জাডেজা সিএসকেতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত মরসুমের পরে দলের বর্ষীয়ান তারকা ডোয়েন ব্রাভো অবসর নেওয়ায় সিএসকে এবারে একজন গুরুত্বপূর্ণ ডেথ বোলার পাবে না। তবে বেন স্টোকসের মতো নামী অলরাউন্ডারকে মিনি-নিলামে কিনতে সক্ষম হয়েছে চেন্নাই।

শক্তি

বরাবরের মতো সিএসকের শক্তি তাদের স্পিন বিভাগ। রবীন্দ্র জাডেজার পাশাপাশি অভিজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন মইন আলি, মিচেল স্যান্টনার ও মাহীষ থিকশানা। মইন ও স্যান্টনার ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন। এ ছাড়া অলরাউন্ডার হিসেবে থাকছেন স্টোকস ও শিবম দুবে। ফলে দলের অলরাউন্ডার বিভাগ নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন কোচ স্টিফেন ফ্লেমিং।

দুর্বলতা

সিএসকের প্রধান সমস্যা হতে পারে তাদের পেস বোলিং বিভাগ। চোটের কারণে গত মরসুমে একটিও ম্যাচ না খেলার পরে এইবার দীপক চাহার ফিরে আসছেন, তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এ ছাড়া মুকেশ চৌধুরীর চোটের কারণে তিনি কটি ম্যাচে খেলতে পারবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। বিদেশী পেসার হিসেবে সিএসকের হাতে খুব বেশী বিকল্প নেই এবং সিসান্ডা মাগালা আইপিএলের মঞ্চে অনভিজ্ঞ।

সম্পূর্ণ স্কোয়াড

এমএস ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আম্বাতি রাইয়ুডু, শুভ্রাংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গারগেকার, ডোয়েন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাডেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিৎ সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহীষ থিকশানা, আজিঙ্ক্যা রাহানে, বেন স্টোকস, শাইক রশিদ, নিশান্ত সিন্ধু, সিসান্ডা মাগালা, অজয় মন্ডল, ভাগথ ভার্মা।

প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ্জ গায়কওয়াড়, মইন আলি, শিবম দুবে, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গারগেকার, দীপক চাহার, সিমারজিৎ সিং।

আইপিএল ২০২৩-এ সিএসকের সম্পূর্ণ সূচী

ম্যাচ নম্বর
তারিখ
ম্যাচ
কেন্দ্র
সময় (ভারতীয়)

মার্চ ৩১
গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস
আহমেদাবাদ
সন্ধ্যা ৭:৩০

এপ্রিল ৩
চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস
চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
১২
এপ্রিল ৮
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস
মুম্বাই
সন্ধ্যা ৭:৩০
১৭
এপ্রিল ১২
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস
চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
২৪
এপ্রিল ১৭
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস
বেঙ্গালুরু
সন্ধ্যা ৭:৩০
২৯
এপ্রিল ২১
চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
৩৩
এপ্রিল ২৩
কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস
কলকাতা
সন্ধ্যা ৭:৩০
৩৭
এপ্রিল ২৭
রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস
জয়পুর
সন্ধ্যা ৭:৩০
৪১
এপ্রিল ৩০
চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস
চেন্নাই
দুপুর ৩:৩০
৪৬
মে ৪
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস
লখনউ
দুপুর ৩:৩০
৪৯
মে ৬
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই
দুপুর ৩:৩০
৫৫
মে ১০
চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
৬১
মে ১৪
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
চেন্নাই
সন্ধ্যা ৭:৩০
৬৭
মে ২০
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস
দিল্লি
দুপুর ৩:৩০

The post আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: চেন্নাই সুপার কিংস – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

Exit mobile version